তপন চক্রবর্তীর বাবার শেষকৃত্য আজ নিউইয়র্কে : সর্বস্তরে শোক

সদ্যপ্রয়াত সুরেশ চক্রবর্তী। ফাইল ছবি

চট্টগ্রাম : বাংলানিউজ চট্টগ্রাম ব্যুরো এডিটর তপন চক্রবর্তীর বাবা বার্ধক্যজনিত রোগে সুরেশ চক্রবর্তী নিউইয়র্ক শহরে একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। নিউইয়র্ক শহরে ১০৪ করোনা স্ট্রিটে কপ্পোলা মিগিলোর শ্মশানে আজ মঙ্গলবার (২৭ জুন) রাতে তার ষেশকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সুরেশ চক্রবর্তীর বড় ছেলে স্বপন চক্রবর্তী জানিয়েছেন, বাংলাদেশ সময় রাত ৯টায় ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য শুরু হবে। নিউইয়র্ক শহরে ১০৪ করোনা স্ট্রিটে কপ্পোলা মিগিলোর শ্মশানে তার বাবাকে দাহ করা হবে। এর আগে ধর্মীয় রীতি অনুসারে প্রয়াতকে শেষ বিদায় জানানো হবে।

বার্ধক্যজনিত রোগে নিউইয়র্ক শহরে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে সুরেশ চক্রবর্তী শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানায়, ১৪ বছর আগে মার্কিন প্রবাসে বড় ছেলের কাছে যান তাঁর বাবা। সেখানে মা পারুল রাণী চক্রবর্তীও আছেন। কক্সবাজার জেলার রামু উপজেলা সদরের শ্রীকূলে তার গ্রামে বাড়ি। স্ত্রী, দুই ছেলে এক মেয়ে, পুত্রবধূ, জামাতা নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন সুরেশ চক্রবর্তী।

সর্বস্তরের শোক :
সুরেশ চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
সোমবার রাতে পাঠানো এক শোক বার্তায় মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন।
চসিক থেকে পাঠানো এক শোক বার্তায় মেয়র বলেছেন, যে কোন মৃত্যুই পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি নিয়ে আসে। তপন চক্রবর্তীর পিতার মৃত্যুতে তার পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার হয়। মেয়র শোকাহত তপন চক্রবর্তী ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন মেয়র।

সুরেশ চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৭ জুন) নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বিবৃতিতে বলেছেন, সাংবাদিক তপন চক্রবর্তী পিতৃহারা হওয়ার ঘটনায় নগর আওয়ামী লীগ পরিবার শোকাহত। সৃষ্টিকর্তা তাকে যেন শোক সহ্য করার ক্ষমতা দেন। নগর আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা তপন চক্রবর্তীর শোকাহত পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।

তপন চক্রবর্তীর বাবা সুরেশ চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। সোমবার রাতে পাঠানো এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার পারলৌকিক শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য আত্মীয়স্বজনদের প্রতি সমবেদনা জানান।

সুরেশ চক্রবর্তীর মৃত্যুতে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের এডিটর ইন চিফ আলমীর হোসেন গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
তপন চক্রবর্তীর বাবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক। বিএফইউজে’র সহ-সভাপতি শহিদ উল আলম। শোক প্রকাশ করেছেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তপন চক্রবর্তীর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার এবং সাধারণ সম্পাদক শুকলাল দাশ।

চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি স্বপন মল্লিক এবং সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস শোক প্রকাশ করেছেন।

চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি মশিউর রহমান বাদল এবং সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ গভীর শোক প্রকাশ করে বিবৃতি পাঠিয়েছেন।

শেয়ার করুন