ভাতিজার হাতে চাচা খুন গাজীপুরের কালীগঞ্জে

নিহত ইনু রোজারিও। ফাইল ছবি

পারিবারিক কলহের জের ধরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভাতিজা মিন্টু রোজারিওর (৩৫) হাতে চাচা ইনু রোজারিও (৫৫) খুন হয়েছেন।

ঈদের দিন ২৬ জুন সোমবার বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের পিপড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ইনু রোজারিও পিপড়াশুর গ্রামের মৃত মাইকেল রোজারিও ছেলে। তিনি কৃষি শ্রমিকের কাজ করতেন। ঘটনার পর থেকে তার ভাতিজা মিন্টু রোজারিও পলাতক রয়েছে।

কালীগঞ্জ থানার এসআই মোঃ মনিরুজ্জামান নিহত ইনুর স্ত্রী শিউলী রোজারিও বরাত দিয়ে জানান, বিকালে পারিবারিক বিষয় নিয়ে ইনুর সাথে তার ভাই বার্নাড রোজারির ছেলে মিন্টুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিন্টু লোহার রড দিয়ে ইনুর মাথায় আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিন্টুর বড় ভাই লিটন রোজারিও বলেন, চাচার সাথে মিন্টুর কথা কাটাকাটি হচ্ছিল। কিন্তু কোনো কিছু বোঝার আগেই রড দিয়ে চাচাকে আঘাত করে এবং তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশীষ কুমার বণিক জানান, ইনুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনিরুজ্জামান জানান, লাশ প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে এসআই মনিরুজ্জামান জানান।.

 

শেয়ার করুন