১০০ শয্যায় পরিণত হবে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স – স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী  ডাঃ সামন্ত লাল সেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী  ডাঃ সামন্ত লাল সেন বলেছেন সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০০ শয্যায় পরিণত করা হবে।  ট্রমা সেন্টারের বিকল্প হিসেবে একজন সার্জন রাখা হবে। যাতে যে কোন পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনায় আহত রোগীর সেবা দিতে পারেন।

২৬ জানুয়ারি ( শুক্রবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  পরিদর্শনে আসলে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী  ডাঃ সামন্ত লাল সেনের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুর উদ্দিন রাশেদ।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটি সভাপতি আলহাজ্ব এস.এম. আল মামুন এম.পির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ এ.বি.এম খুরশীদ আলম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম, পরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর শামিউল ইসলাম ,লাইন ডাইরেক্টর সি ডি সি ডা. নাজমুল ইসলাম মুন্না, পরিচালক হাসপাতাল ও ক্লিনিক ডা, আবু হোসেন মোহাম্মদ মাইনুল হোসেন, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য চট্টগ্রাম বিভাগ ডা. মোঃ মহিউদ্দিন, সিভিল সার্জন চট্টগ্রাম ডা.মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, সহকারী পরিচালক সমন্বয় ডা আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন, সীতাকুণ্ড পৌর মেয়র সম্মানিত বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব বদিউল আলম, চট্টগ্রাম বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক  লিটন কুমার চৌধুরী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী  ডাঃ সামন্ত লাল সেন।

এতে আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, কুমিরা

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী ও সীতাকুণ্ডের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
শেয়ার করুন