সরকারি হাসপাতালে ওষুধের স্লিপটাই সরকারি

ঈদের দিন। চারদিকে হই-হুল্লুর, আনন্দ-উৎসবের মাঝে একটি কাঁচা ঘরে প্রসব বেদনায় কাতরাচ্ছে নির্মাণ শ্রমিক শরিফের স্ত্রী। প্রতিবেশিদের পরামর্শে প্রসব বেদনায় কাতর স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গিয়েছিলেন নির্মাণ শ্রমিক শরিফ। হাসপাতালে রোগী ভর্তির পর ওষুধের স্লিপ আসতে থাকে। শরিফ ওষুধ ক্রয় করতে করতে একসময় ধার-দেনায় জর্জরিত হয়ে পরেন।

ভর্তির কয়েক ঘন্টা পরেই পুত্র সন্তান প্রসব করে তার স্ত্রী। এবার ধার-দেনার রেশ ছাপিয়ে আনন্দের ঝিলিক তার চোখে-মুখে। হাসপাতাল ত্যাগের পালায় হাসপাতালের দুই আয়ার আবদার ঈদ-বকশিক দুটি কাপড়। দুটি কাপড়ের ছ’শ টাকা আর লিফট বয়কে দু’শ টাকা বকশিক দিতে খুশিমনে বাধ্য হয়েছেন নির্মাণ শ্রমিক শরিফ। এছাড়া হাসপাতালের কেউ একটি কানা-কড়িও দাবি করেনি। এমন সেবায় মুগ্ধ নির্মাণ শ্রমিক শরিফ। তিনি নগরীর বায়েজিদ থানার আরেফিন নগরের এশিয়ান ওমেন ইউনির্ভাসিটি গেট এলাকার ভাড়া বাসায় বসবাস করেন।

তবে কোন কাটা-ছিঁড়া ছাড়া স্বাভাবিক সন্তান প্রসবে সাড়ে বার হাজার টাকার ওষুধ ক্রয়ের কথা এখনও ভুলতে পারছেন না অসহায় নির্মাণ শ্রমিক শরিফ। তবুও কারোর প্রতি ক্ষোভ কিংবা জিজ্ঞাসা নেই। তার ভাষায়-যা গেছে গেছে, সেটা তো আর ফিরে আসবে না। আর কাকে জানাবো যে, এত টাকার ওষুধ কিভাবে কোথায় প্রয়োজন হলো। কে শুনবে আমার কথা। বরং আমার ক্ষতি হতে পারে-যদি কথা বলি, পত্রিকায় ছাপান-এমন অজানা শংকায় সব-সয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেছেন-‘সরকারী হাসপাতালে ভাই ওষুধের স্লিপটাই সরকারি। কোন কাটা-ছিঁড়া হয়নি। নরমাল ডেলিভারি-তবুও সাড়ে বার হাজার টাকার ওষুধ ক্রয় করতে আমাকে বাধ্য করা হলো। ওষুধের সাথে ওষুধের স্লিপটাও তাদেরকে ফেরত দিতে হলো।’
বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখলে, দৃষ্টিতে আনলে গরীব অসহায় মানুষের আস্থায় পরিণত হবে সরকারি হাসপাতালগুলো। এতে হাসপাতালের সুনাম বৃদ্ধি পাবে বলে মনে করেন অভিজ্ঞ মহল।

শেয়ার করুন