চলে গেলেন অভিনেতা নাজমুল হুদা বাচ্চু

ফাইল ছবি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চু আর নেই। বুধবার (২৮ জুন) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দুইদিন আগে শুটিং থেকে ফিরে জ্বরে আক্রান্ত হন বাচ্চু। তার রক্তচাপ অনেক কমে যাওয়ায় ঈদের দিন দুপুরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার তার হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে। হঠাৎ করে তিনি পরপারে চলে গেলেন।

অভিনয়ে অবদানের জন্য নাজমুল হুদা বাচ্চু জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন।

প্রবীণ এই অভিনেতা সত্তর ও আশির দশকের সাড়া জাগানো চলচ্চিত্র সূর্য দীঘল বাড়ী, সারেং বৌ ও বেহুলা লক্ষিন্দরে অভিনয় করেছেন। এছাড়া তিনি চন্দ্রকথা, শ্রাবণ মেঘের দিন, দরিয়া পাড়ের দৌলতী, চন্দ্রগ্রহণ, বিদ্রোহী পদ্মা, অজ্ঞাতনামা ও রানওয়ে চলচ্চিত্রেও অভিনয় করেন।

টেলিভিশনে অসংখ্য নাটকে তিনি অভিনয় করেন। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির বিভিন্ন নাট্যাংশে তাকে দেখা গেছে।

শেয়ার করুন