খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে মা মেয়েসহ নিহত ৩ আহত ১৫

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে পরে আছে সড়কে। ছবি : প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা উপজেলার কালাপানি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে মা মেয়েসহ তিন জন নিহত হয়েছে। এতে আরো অন্তত ১৫ জন আহত হয়েছে।

নিহতরা হলেন গুইমারা উপজেলার হাফছড়ি এলাকার  বারেক ফরাজীর ছেলে তারিকুল ইসলাম (২০) মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া এলাকার  বাসিন্দা মোঃ ইউনুছ এর স্ত্রী ৬ মাসের অন্তসত্ত¡া রিপন আক্তার (২৫) ও তার ৪ বছরের শিশু কন্যা জান্নাতুল ফেরদৌস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে চট্টগ্রামের উদ্দেশে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা এমএ মোর্শেদ চট্টগ্রাম (জ ১১-০০০৭) যাত্রীবাহী বাসটি জেলার গুইমারা উপজেলার কালাপানি এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাসে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে ঘটনা স্থলেই ৩ জন নিহত এবং আরো অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গুইমারা ও মানিকছড়ি হাসপাতালে নিয়ে যান।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে আহতদের উদ্ধার করে গুইমারা ও মানিকছড়ি হাসপাতালে নেওয়া  হচ্ছে। তবে এ ঘটনায় পর থেকে পলাতক রয়েছে ড্রাইভার ও হেলপার ।