নাফ নদীতে নৌ ডুবি
নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড

কক্সবাজারের টেকনাফ নাফ নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৩ শিশুর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। একই সাথে সার্চ এবং রেস্কিউ অপারেশনের সমাপ্তি ঘোষনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আইনী প্রক্রিয়াশেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন-টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার সব্বির আহমদের পুত্র মোহাম্মদ আমিন(৯), সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৭) ও মীর আহমদের ছেলে আনোয়ার ছাদেক (১৬)।

২৭ জুন টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাটে ঈদের আনন্দ উপভোগ করতে ভ্রমনে বের হওয়া ১৮ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে গেলে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলো ৩জন। দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে ২৯ জুন পর্যন্ত কোস্টগার্ড সার্চ এন্ড রেসকিউ অপারেশন চালায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। এ সময়ের মধ্যে নাফ নদীর শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া ও নয়াপাড়া পয়েন্ট এবং টেকনাফ ১নং স্লুইচ গেইট সংলগ্ন এলাকা থেকে ৩জন নিখোঁজের মৃতদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ কোস্ট গার্ড কমান্ডার লেঃ কমান্ডার বি.এন ডিকসন চৌধুরী জানিয়েছেন, আইনী প্রক্রিয়াশেষে টেকনাফ মডেল থানার মাধ্যমে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। অপারেশন সমাপ্ত করা হয়েছে।