গাজীপুরে জেএমবির দুই সদস্য গ্রেফতার

গাজীপুরে আটক দুই জেএমবি সদস্য। ছবি : প্রতিনিধি

গাজীপুরে মুদি ব্যবসার আড়ালে ও ছদ্মবেশে থাকা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগমহনপুর গ্রামের মৃত জোয়াব আলীর ছেলে মোঃ চাঁন মিয়া (৩৮) ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার কালুয়াচর গ্রামের মৃত মোঃ হাসেন মিয়ার ছেলে মোঃ মজনু মিয়া (২৭)।

বৃহস্পতিবার (২৯ জুন) রাত পৌনে ৯টার দিকে গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি রুহুল আমিন জানান, গত ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে মফিজুল ইসলাম ওরফে তুষার ওরফে তাওহীদ (২৯), রকিবুল ইসলাম ওরফে রকিবুল মোল্লা (২৩) ও ইলিয়াছ আহমেদকে (১৯) গ্রেফতার করে।  তাদের দেয়া তথ্যে ২৩ জুন গাজীপুর থেকে মোতাসিম বিল্লাহ (২১) ও মোরসালিন শেখকে (২৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতার এই দুই জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে মুদি দোকানের ব্যবসার আড়ালে তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির জন্য অর্থ সংগ্রহ, সদস্য সংগ্রহ ও শারীরিক অনুশীলনের মাধ্যমে সক্ষমতা অর্জনের কাজ করছেন।

রিমান্ডে তাদের সহযোগী হিসাবে চাঁন মিয়া ও মজনু মিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়।  পরে বৃহস্পতিবার রাতে গাজীপুরের কামারজুরি রোড বাতিকুলমেশর এলাকা থেকে চাঁন মিয়া ও গাজীপুরের হারিকেন রোডের শরীফপুর এলাকা থেকে মজনু মিয়াকে গ্রেফতার করা হয়।