৮ স্ত্রী সঙ্গে নিয়ে ব্যক্তিগত সফরে ভারতে কুয়েতের আমীর

ফাইল ফটো

চিকিৎসার জন্য ভারতে এসেছেন কুয়েতের আমীর।  সঙ্গে এসেছেন তার ৮ স্ত্রী।  উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কুয়েতের আমীর শেখ সাবা আল আহমেদ আল জাবের আল সাবাহ।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানায়, রোববার এক ব্যক্তিগত সফরে ভারতের উদ্দেশে রওনা হন তিনি ও তার পরিবার। ব্যক্তিগত বিমানে দিল্লি নামার পর হেলিকপ্টারে গ্রেটার নয়ডা আসেন আমীর এবং তার পরিবার।

গালফ বিজনেস জানায়, কাতার সংকটে মধ্যস্থতার ভূমিকা পালন করছেন আমীর আল সাবাহ। এর মধ্যেই ভারতে ব্যক্তিগত সফর করছেন তিনি। আমীরের সঙ্গে আরও রয়েছেন কুয়েত ন্যাশনাল গার্ডের ডেপুটি প্রধান শেখ মেশাল আল আহমাদ আল সাবাহ। তবে ঠিক কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তা স্পষ্ট নয়।

হাসপাতাল কর্তৃপক্ষ আমীরের অসুস্থতা সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে তার চিকিৎসার জন্য ২০ সদস্যের এক মেডিকেল টিম গঠন করা হয়েছে। ১৫ দিন আগেই আমীরের আসার কথা জানতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর আমীরের জন্য বিশেষ কেবিনের ব্যবস্থা করা হয়।

আমীরের সঙ্গে এসেছেন তার ৮ স্ত্রী ও পরিবারের আরও ২৮ সদস্য।  তারা সবাই গ্রেটার নয়ডার একটি বিলাসবহুল রিসোর্টে উঠেছেন।  এখান থেকে হাসপাতালের দূরত্ব ৯ কিলোমিটার।  তা সত্ত্বেও হাসপাতালে যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করছেন আমীরের পরিবারের সদস্যরা।

শেয়ার করুন