চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশ নগরীর টাইগার পাস মোড়ে – আব্দুল হান্নান

শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নানান কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও পালিত হয়েছে মহান মে দিবস।

দিবসটিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কর্মসূচির অংশ হিসেবে করা হয়েছে শ্রমিক সমাবেশ,মিছিল- শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়াও দিবসটিকে কেন্দ্র করে লাল পতাকার মিছিলের শহরে পরিণত হয়েছে নগরী। শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার আদায়ের শপথের কথা উঠে এসেছে এসব আয়োজনে। সকাল থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা দলে দলে লালখান বাজার, ওয়াসা,টাইগারপাস ও নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিলে মিছিলে সভাস্থলে এসে সমবেত হয়।

চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কমিটির সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে শ্রমিকদের অধিকার বঞ্চনার কথা তুলে ধরেন শ্রমিক নেতারা।

এসময় শ্রমিকেরা ন্যায্য মজুরি, চাকরির নিশ্চয়তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য দাবি জানান।

শেয়ার করুন