চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের সমাবেশ

সমাবেশে বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান হাবিব – আব্দুল হান্নান

চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে কোতোয়ালী থানা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের পরিচালনায় ১ মে বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ঐতিহাসিক মে দিবস পালন উপলক্ষ্যে অনুষ্ঠিত বিশাল শ্রমিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক উপকমিটির সম্মানিত সদস্য শেখ নওশেদ সরোয়ার পিল্টু।

সভায় নগর জাতীয় শ্রমিকলীগের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস, জাতীয় রিক্সা- ভ্যান শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হান্নান, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি বিমান বড়ুয়া, আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জামাল খান ওয়ার্ডে শ্রমিকলীগের কাউন্সিলর প্রার্থী বাংলাদেশ সড়ক পণ্য পরিবহণ মালিক-চালক ঐক্য পরিষদের মহাসচিব শ্রমিকনেতা গোলাম মোস্তফা,

আওয়ামী মোটর চালক লীগ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানূর রহমান মিজান, বিশিষ্ট বাম রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কালিম শেখ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি শ্রমিকনেতা নুরুল আমিন, সাধারণ সম্পাদক রবিউল হোসেন,

বাংলাদেশ অটোটেম্পু সিএনজি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, মহান মে দিবসের উপর গান পরিবেশন করেন বেতার ও টেলিভিশনের গায়ক/শিল্পী শেখ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজ, কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হাছান, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, আন্তর্জাতিক ডিজিটাল মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি হাসান মুরাদ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ ঠিকাদার শ্রমিকলীগের সভাপতি প্রশান্ত বড়ুয়া,

বাংলাদেশ ডিজিটাল পাবলিসিটি কাউন্সিলের সাধারন সম্পাদক স. ম. জিয়া, গায়িকা ও মানবাধিকার নেত্রী শিউলি বেগম, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ কর্মচারী লীগের উপদেষ্টা মোঃ জামাল উদ্দিন ও মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম জীবন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ, চট্টগ্রাম জেলা কমিটির নেতা আব্দুস সবুর, চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকলীগের অর্থ সম্পাদক হাজী মোহাম্মদ ইউসুফ, কাপ্তাই রাস্তার মাথা শাখার নেতা মোহাম্মদ শাহেদ, জালালাবাদ ওযার্ড শ্রমিকলীগের সভাপতি কবির হোসেন সাধারণ সম্পাদক আবুল হাশেম, বাংলাদেশ অটোরিকশা অটোটেম্পু শ্রমিকলীগ, পলি টেকনিক্যাল শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল প্রমূখ নেতৃবৃন্দ।

‌সভায় প্রধান অতিথি শেখ নওশেদ সরোয়ার পিল্টু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, একদিকে শোষক আরেক দিকে শোষিত। আজ সারা দেশের ন্যায় চট্টগ্রাম শ্রমিক সমাজ পুঁজি পতিদের শোষণে অধিকার বঞ্চিত, শিল্প কলকারখানা বন্ধ, কর্মসংস্থানের সমস্যা সমাধানের নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে না উঠায় বেকারত্ব দিন দিন বেড়ে চলছে, পরিবহন সেক্টরে শ্রমিকদের নিয়োগ পত্র নাই, মজুরীঘন্টা ও ন্যায্য মজুরির দাবী এখনো বাস্তবায়ন হয় নাই। চাকুরীচ্যুত শ্রমিকদের চাকুরীতে পুনঃবহালের দাবী সংশ্লিষ্ট সংস্থা সমুহ শ্রম আইন অনুযায়ী কোন পদক্ষেপ গ্রহণ না করাযময় শ্রমিকদের মাঝে দিন দিন শ্রম অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের নির্দিষ্ট সময়ে বেতন ভাতা মালিক পক্ষ পরিশোধ না করায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সুতরাং কালবিলম্ব না করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতি ও সরকারের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বিরাজমান শ্রম অসন্তোষ দ্রুত নিরসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের এবং বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার সংলগ্ন এলাকায় চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকনকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাহত করে রক্তাক্ত জখমের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য মাননীয় সিএমপি পুলিশ কমিশনার সহ বাকলিয়া থানা পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান।

শেয়ার করুন