প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া নিশ্চিত হয়েছে শুটার শায়েরা আরেফিনের

শায়েরা আরেফিন। ছবি – দৈনিক নয়াবাংলা

প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া নিশ্চিত হয়েছে শায়েরা আরেফিনের।

বাংলাদেশের শুটাররা প্যারিস অলিম্পিকে সরাসরি অংশ নেওয়ার দৌড়ে ব্যর্থ হলেও শায়েরা আরেফিনের অলিম্পিক টিকিট নিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যে।

কয়েকদিন আগে এই মহিলা শুটারকে সুখবরটা দিয়েছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। কোটা প্লেস নিয়ে অলিম্পিকে খেলতে যাওয়া বাংলাদেশের শুটারদের অনেকদিনের স্বপ্ন। প্রতিটি অলিম্পিক আসে, শুটাররা আশায় থাকেন কোটা প্লেস পাওয়ার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ করতে পারেন না। বাধ্য হয়ে চেয়ে থাকতে হয় ওয়াইল্ড কার্ড নামের বিশেষ বিবেচনার দিকে। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের শুটার শায়েরাও সেই ওয়াইল্ড কার্ড পেয়েই খেলতে যাবেন প্যারিসে।

ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোস্তাক ওয়াইজ সোমবার সকাল সন্ধ্যাকে খবরটি নিশ্চিত করেছেন। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট প্যারিসে বসতে যাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনের মহা আয়োজন। অলিম্পিকের মতো আসরে বাংলাদেশের অংশগ্রহণ কেবলই আনুষ্ঠানিকতার। এবারও ব্যতিক্রম হবে না। আগের দুই আসরে তবু বাংলাদেশের দুজন ক্রীড়াবিদ সরাসরি যোগ্যতা অর্জন করে খেলার সুযোগ পেয়েছিলেন। এবার সেই সম্ভাবনা নিয়ে রয়েছে সংশয়। প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলে সেরা আটে নিজেকে দেখতে চান শায়েরা। ছবি: সংগৃহীত। গত বছর ২ ডিসেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেনর (বিওএ) নির্বাহী সভায় ৪টি ডিসিপ্লিনের ৬ ক্রীড়াবিদের নাম চূড়ান্ত করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে পাঠানো হয় ওয়াইল্ড কার্ডের জন্য। শুটিং থেকে ১০ মিটার এয়ার রাইফেলের দুই তরুণ শুটার রবিউল ইসলাম ও শায়েরা আরেফিনের নাম পাঠানো হয়েছিল। সেখান থেকে শুধু শায়েরার ওয়াইল্ড কার্ড দিয়েছে আইওসি। যদিও রবিউলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। এমনটাই জানালেন শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোস্তাক ওয়াইজ, “শায়রার অলিম্পিকে যাওয়া নিশ্চিত। মহাসচিব (ইন্তেখাবুল হামিদ) দেশের বাইরে যাওয়ার আগে আমাকে এটা জানিয়ে দিয়েছেন। তবে রবিউল যাতে খেলতে পারে সেই বিষয়ে আমরা এখনও চেষ্টা চালাচ্ছি।” জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ায় অলিম্পিক বাছাইয়ে অল্পের জন্য কোটা প্লেস পাননি রবিউল ইসলাম। এই ইভেন্টে রবিউল করেন ৬২৮ পয়েন্ট। এরপর এপ্রিলে ব্রাজিলের রিও ডি জেনিরোতে আইএসএসএফ ফাইনাল অলিম্পিক কোয়ালিফিকেশন চ্যাম্পিয়নশিপে আগের টুর্নামেন্টের চেয়েও কম স্কোর করেন রবিউল। ৬২৭.৬ পয়েন্ট পেয়ে ৯৬ জনের মধ্যে তিনি হন ৩১তম। তার মতও শায়েরাও কোটা প্লেস পাননি। তবে ওয়াইল্ড কার্ড পেয়েই ভালো কিছু করার স্বপ্ন দেখছেন এই শুটার, “যে কোনও অ্যাথলেটের জন্যই অলিম্পিয়ান হওয়াটা গর্বের একটা বিষয়। খবরটা শোনার পর থেকে অবশ্যই ভালো লাগছে।” যদিও অলিম্পিক বাছাইয়ের দুটি ইভেন্টেই হতাশা উপহার দেন শায়েরা। তিনি ব্রাজিলে ৬২৪.৪ পয়েন্ট স্কোর করে ১০২ জন শুটারের মধ্যে হন ৫৭তম। এর আগে ইন্দোনেশিয়ায় অলিম্পিক বাছাইয়ে করেছিলেন ৬২৬.৮ পয়েন্ট। তবে বাজে পারফরম্যান্স পেছনে ফেলে নতুন উদ্যোমে অনুশীলন করছেন শায়েরা। প্যারিসে নিজের লক্ষ্যটাই বেঁধে নিয়েছেন, “আমি আত্মবিশ্বাসী ছিলাম যে নির্বাচিত হবো। তবে আমার স্কোর আরেকটু বাড়াতে হবে। তাহলে হয়তো ওখানে গিয়ে আরও ভালো রেজাল্ট করতে পারব। আমার লক্ষ্য সেরা আটের মধ্যে নিজেকে দেখা।” ব্রাজিলের রিও ডি জেনিরোতো অলিম্পিক বাছাইয়ে নিজের সেরাটা করতে পারেননি শায়েরা। ছবি: সংগৃহীত। ব্রাজিলে খারাপ পারফরম্যান্সের ব্যাখ্যাও দিলেন তিনি, “খারাপ স্কোরের পেছনে অনেক কারণ ছিল। আমার ম্যাচ শুরুর আগে রাইফেলের সেটিং অন্য রকম হয়ে যায়। অথচ আগের দিন মিশ্র ইভেন্টে ভালো করেছিলাম। তখন রাইফেল টার্গেটের নিচে ছিল। ওই মুহূর্তে সেটিং করে অ্যাডজাস্ট করতে পারিনি। যে কারণে এমনটা হয়েছে।” কোটা প্লেস নিয়ে অলিম্পিকে যাওয়াটা গর্বের। কিন্তু এর আগে আসিফ হোসেন খান এথেন্স অলিম্পিকে, শারমিন আক্তার রত্না লন্ডন অলিম্পিকে, আবদুল্লাহ হেল বাকি রিও ডি জেনিরো ও টোকিতে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে গেছেন। বিষয়টা ভেবে খারাপ লাগে চট্টগ্রামের শুটার শায়েরারও, “আসলে এখানে প্র্যাকটিসে স্কোর খুব ভালো হয় আমার। ওটা যদি ওখানে গিয়ে করতে পারতাম, সেটা অবশ্যই কোটা প্লেস পাওয়ার মতো। কিন্তু কোনও একটা জায়গায় আমাদের দুর্বলতা আছে, যে কারণে আমরা পারি না।” প্যারিস অলিম্পিকে শুটিং ছাড়াও আর্চারি, গলফ, বক্সিং থেকে পেতে পারে ওয়াইল্ড কার্ড।

শেয়ার করুন