চট্টগ্রাম প্রেস ক্লাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী বিবি ফাতেমা শিল্পীর সাংবাদিক সম্মেলন

ঘটনার বর্ণনা দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বিবি ফাতেমা শিল্পী – আব্দুল হান্নান

 নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও বিজয়ী ঘোষনার দুই ঘন্টা পর অজ্ঞাত টেলিফোনে পাল্টে গেল চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী বিবি ফাতেমা শিল্পীর ভোটের ফলাফল।

গতকাল ২১ মে মঙ্গলবার উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে ‘প্রজাপ্রতি’ প্রতীকের প্রার্থী শিল্পীকে ২০ হাজার ২২ ভোটে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার এবিএম মশিউজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্ধি ‘ফুটবল’ প্রতীকে সাজেদা বেগম পান ১৯ হাজার ৫৩ ভোট। সন্ধ্যায় বিজয় ঘোষনার পর মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী বিবি ফাতেমা শিল্পীর কর্মী ও সমর্থকেরা উল্লাস করেন। কিন্তু দুই ঘন্টা পর অজ্ঞাত টেলিফোন পেয়ে শিল্পীর পরিবর্তে ‘ফুটবল’ প্রতীকের প্রার্থী সাজেদা বেগমকে ৩০ হাজার ৭১৫ ভোটে বিজয়ী ঘোষনা করেন সহকারী রিটার্নিং অফিসার।

 ২২ মে বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী বিবি ফাতেমা শিল্পী। জালিয়াতি ও কারচুপির এ ফলাফল প্রত্যাখান করে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনঃরায় নির্বাচনের দাবীসহ ফলাফল পাল্টানোর রহস্য উদঘাটনের দাবী জানান এবং ভোট জালিয়াতির বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ ও ট্রাইব্যুনালে মামলা দায়েরের ঘোষনা দেন তিনি। তিনি বলেন, হাটহাজারীতে মহিলা ভাইস চেয়ারম্যানের ভোট কারচুপির ঘটনায় পুরো নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। ‘ফুটবল’ প্রতীকের প্রার্থী সাজেদা বেগম পরাজয় মেনে নিয়ে বাড়িতে চলে যান। কিন্তু অজ্ঞাত টেলিফোন পাওয়ার পর ঘর থেকে ডেকে এনে তাকেই বিজয়ী ঘোষনা করা হয়, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও বিজয়ী হওয়ার নামে হেনস্থা করা হয়েছে। এটি মূলতঃ ইলেকশন নয়, সিলেকশন হয়েছে। প্রত্যক্ষ ভোটে বিজয়ী উল্লেখ করে বিবি ফাতেমা শিল্পী বলেন, প্রথমে আমাকে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত ঘোষনা করার কিছুক্ষণ পর আমার ফলাফলে ত্রæটি আছে জানিয়ে আমাকে বাড়ি চলে যেতে বলেন এবং হোয়াটসঅ্যাপে ফলাফল পাঠিয়ে দেবেন বলে জানান। কিন্তু আমি বাড়ি না গিয়ে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে সেখানে অবস্থান করি। এসময় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভূয়া রেজাল্ট সিট ঢুকিয়ে দিয়ে জালিয়াতির মাধ্যমে দুই ঘন্টা পর আমাকে পরাজিত ঘোষনা করেন। আমি এর প্রতিবাদ করলেও তা আমলে নেয়া হয়নি। এমনকি আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা আমার কর্মী-সমর্থকদেরকেও মারধর করা হয়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ীদের ফলাফল একসাথে দেয়ার নিয়ম থাকলেও রহস্যজনক কারণে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ীর ফলাফল দইি ঘন্টা বিলম্বে ঘোষনা করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য দাবী করে শিল্পী বলেন, ২০০৪ সাল থেকে আওয়ামী রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। ১০ মাসের বাচ্চাকে কষ্ট দিয়ে রাজনীতি করেছি, এটা কি আমার প্রাপ্য ছিল। বাংলাদেশের ইতিহাসে ভোট জাতিয়াতির এ ধরনের ঘটনা ঘটেছে কি না তা আমার জানা নেই। এটি সরকারের ভাবমুর্তি ক্ষন্ন করার অপপ্রয়াস মাত্র।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল আজম শাকিল, শেখ জামাল, মোরশেদ আলম, রায়হান তালুকদার ও মোঃ তৈয়ব প্রমূখ।

শেয়ার করুন