শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় গাজী কারাতে ক্লাবের সাফল্য

শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় গাজী কারাতে ক্লাবের পদক প্রাপ্তদের সাথে অতিথিরা। ছবি- দৈনিক নয়াবাংলা

ঢাকা জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়াম হলে শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা ৬ -৭ জুন ২০২৪ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

এতে চট্টগ্রামের গাজী কারাতে ক্লাবের কারাতে প্রশিক্ষণার্থীদের মধ্যে  ৬ জন প্রতিযোগি প্রথম বারের মত উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে নতুন হয়ে ও বিশাল সাফল্য অর্জন করে তারা একটি রৌপ্য পাঁচটি ব্রোঞ্জ পদক অর্জন করেন। পদক প্রাপ্তরা হলেন, রাহিল খাঁন, গাজী মোহাম্মদ ফারহান, রায়হেনা, যুবরাজ, তীর্থ শীল,ও রাজন।

টিম ম্যানেজার ও প্রশিক্ষকের দ্বায়িত্বে ছিলেন কারাতে প্রশিক্ষক ও রেফারি গাজী ইউনুছ। সহকারী ছিলেন শিবু শীল ও রাখাল বনিক।

দৈনিক নয়াবাংলা’র প্রতিবেদক এর সাথে আলাপকালে গাজী কারাতে ক্লাবের প্রধান গাজী ইউনুছ বলেন, আশা করি আমাদের বাচ্চারা আগামী তে আরও ভালো রেজাল্ট করবে নতুন হয়েও এরা যে সাফল্য অর্জন করেছে তাতেই আমি অনেক খুশি। আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন। ভবিষ্যতে যেন আরো ভালো কিছু করতে পারে।

শেয়ার করুন