শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতাতে আই টি এফ,বাংলাদেশের সাফল্য

শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতাতে আই টি এফ,বাংলাদেশের বিভিন্ন পদকে বিজয়ীদের সাথে অতিথীরা। ছবি -দৈনিক নয়াবাংলা

ঢাকা জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়াম হলে শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা গত ৭-৮ জুন ২০২৪ অনুষ্ঠিত হয়।

এতে আই টি এফ,বাংলাদেশ তায়কোয়ান দো বাংলাদেশের সভাপতি মোঃ আলী আকবরের প্রশিক্ষণে ৭ টি স্বর্ণ ,১১ টি রৌপ্য ও ৭ টি তাম্য পদক পেয়ে গৌরব অর্জন করেছে।

উক্ত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদ এবং বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান মনি, সিহান মোস্তাফিজুর রহমান সিহান হুমায়ুন কবির, কিংবদন্তি জনপ্রিয় চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল,সিহান প্রফেঃ অজয় দে, মোঃসাজ্জাদ হোসেন,প্রফেঃরুমা হালদার আরিফ হোসেন,মোহাম্মদ মঈনুর রহমান সহ প্রমূখ।

আই টি এফ,বাংলাদেশ তায়কোয়ান দো প্রতিযোগিতাতে যারা বিভিন্ন পদক পেয়েছেন তারা হলেন স্বর্ণ পদক  বেসারত উল্লাহ,শারমিন আক্তার, মাহমুদা ঈশিতা, নবাব ত্রিপুরা, রৌপ্য পদক রাশেদুর রহমান, দিয়া দে আঁখি, সেফায়াত, রহিম ত্রিপুরা,সাহেদা আক্তার প্রিয়া। তাম্র পদক  মোঃ জুবায়ের,মোঃ রিদোয়ান,আসমী লড। অনুষ্ঠান শেষে আই টি এফ,বাংলাদেশ তায়কোয়ান দো এর প্রশিক্ষণার্থী রা বিভিন্ন ক্যাটাগরিতে ২৫ টি পদক পাওয়াতে আ টি এফ, বাংলাদেশের সভাপতি মোঃ আলী আকবরকে ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়। এতে আলী আকবর সবার প্রতি কৃত্গতা জানান।

শেয়ার করুন