সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলার নিন্দা ও প্রতিবাদ

দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ও জৈষ্ঠ্য সাংবাদিক তৌফিকুল ইসলাম বাবরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড।

সংগঠনের সভাপতি স্বপন মল্লিক ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক যুক্ত বিবৃতিতে বলেছেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার।  সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চা এবং সাংবাদিকদের ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়নের পক্ষে কাজ করছে সরকার।

বিবৃতিতে উল্লেখ করা হয়-‘অথচ সরকারি দলের নাম ভাঙ্গিয়ে একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিক তৌফিকুল ইসলাম বাবরের মত একজন সৎ, নিষ্ঠাবান সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা দায়ের করেছে।  এর মাধ্যমে সাংবাদিক সমাজ ও সরকারকে মুখোমুখি করার চেষ্টা চলছে।  তাদের হীন চক্রান্ত কোনভাবেই বরদাশত করা হবে না। ’

বিবৃতিতে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং সাবেক মন্ত্রী ড.হাছান মাহমুদকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক তৌফিকুল ইসলাম বাবরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের হয়েছে।  বাবর দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোতে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

রোববার (০২ জুলাই) রাতে হাছান মাহমুদের অনুসারী আওয়ামী লীগ নেতা এবং ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন বাদি হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন।  হাছান মাহমুদ রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য।  বাদি মিল্টন রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান।

রাঙ্গুনিয়ায় সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার পর গত ২২ জুন সমকালে ‘খুনের মামলার আসামিরা হাছান মাহমুদের ক্যাডার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।

ফেসবুকে নিন্দা-ধিক্কার :
চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এর সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস তার ফেসবুক ওয়ালে লিখেছেন-
দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ও জৈষ্ঠ্য সাংবাদিক তৌফিকুল ইসলাম বাবরের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় রাঙ্গুনীয়া থানায় মামলা করেছেন সরকারী দল সমর্থক স্থানীয় এক ইউপি চেয়ারম্যান।  অভিযোগ: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তিনি দৈনিক সমকালে একটি ফলোআপ রিপোর্ট করেন। ” খুনের মামলার আসামীরা হাছান মাহমুদের ক্যাডার” শীর্ষক রিপোর্টটি গত ২২ জুন দৈনিক সমকালে এবং সমকালের অনলাইন ভার্সনে প্রকাশিত হয়। সহকর্মীর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।  ৫৭ ধারায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে সোচ্চার সাংবাদিকরা। জানাচ্ছে নিন্দা আর ধিক্কার।
ড. হাসান মাহমুদ ক্ষমতাসীন আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং রাঙ্গুনীয়ার সংসদ সদস্য সাবেক মন্ত্রী এবং একজন বিজ্ঞ রাজনৈতিক নেতা। সাংবাদিকদের সাথে তাঁর যথেষ্ট সখ্যতা আছে। অপরদিকে তৌফিকুল ইসলাম শুধু দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার নন, তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক কো আপারেটিভ হাউজিং সোসাসইটির একজন গুরুত্বপর্ণ সদস্যও। এ অবস্থায় সমস্যা সমাধানে আওয়ামীলীগের এই বিজ্ঞ নেতা প্রয়োজনীয় উদ্যোগ নেবেন, সাংবাদিকদের সাথে সুসম্পর্ক অব্যহত রাখার ক্ষেত্রে কার্যকর ভুমিকার রাখবেন।

শেয়ার করুন