সাংবাদিক নাজমুল আলিম সাদেকীর পিতার ইন্তেকালে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক

বাকি বিল্লাহ

 চট্টগ্রাম প্রেস ক্লাবের স্হায়ী সদস্য এবং মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান নাজমুল আলিম সাদেকীর পিতা বাকি বিল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) ।

 ১৩ জুন বৃহস্পতিবার দুপুর ৩:৪০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।‌ মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে যান। আজ রাত ১০টায় মিরসরাই থানার বড়তাকিয়া বাজারস্থ বড়তাকিয়া জামে মসজিদে তাঁর জানাজার নামাজ সম্পন্ন হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাকি বিল্লাহ’র মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শোকবিবৃতি প্রদান করা হয়। এক শোক বার্তায় প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক গভীর শোক প্রকাশ করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন