বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চট্টগ্রাম কমিটির মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য রাখছেন এডভোকেট রানা দাশ গুপ্ত,। ছবি – দৈনিক নয়াবাংলা

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, চট্টগ্রাম কমিটি কর্তৃক আয়োজিত হরিজন সম্প্রদায়ের মৌলিক দাবি ও ঢাকা মিরনজিল্পা হরিজন পল্লী অবৈধভাবে উচ্ছেদের অভিযান বাতিল করার লক্ষ্যে চট্রগ্রাম প্রেস ক্লব চত্বরে প্রতিবাদ ও মানববন্ধন আজ ১৫ জুন ২০২৪ বিকেলে অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, হরিজন সম্প্রদায়ের যুগযুগান্তর ধরে দশক এর পর দশক বাংলাদেশের বিভন্ন জেলায় বসবাস করে পরিছন্নতান কাজ করে জীবিকা নির্বাহ করে গত ১০.০৬,২০২৪ তারিখ ঢাকা মিরনজিল্লা হরিজন পল্লীতে আধুনিকায়ন কাঁচা বাজার নির্মাণের জন্য অবৈধভাবে উচ্ছেদের অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পো রেশন। তারই প্রতিবাদে বাংলাদেশ হরিজন সম্প্রদায়ের জীবনমান রক্ষা ও স্থায়ী বাসস্থান করার জন্য এবং ঢাকা মিরনজিল্লা হরিজন বাসীর উক্ত জায়গায় পুনরায় বাসভবন নির্মাণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি বিনীত আবেদন জানান।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চট্টগ্রাম হরিজন সমাজ পঞ্চায়েত কমিটির সর্দ্দার বাবু মায়াদিন সর্দার, মদন সর্দার, প্রেমলাল সর্দার, গাদুলা সর্দার, রাজ কাপুর সর্দার, সুরেশ সর্দার, ব্যানার্জী সর্দার, শ্যামলাল সর্দার, মহাবীর সর্দার , বলরাম সর্দার, কিশুন সর্দার, রমেশ সর্দার , বাদল চন্দ্র দাশ সর্দার, জগদীশ দাশ জোশি, সাবেক মহাসচিব সহ বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক,কর্মকর্তা গন এবং ব্যান্ডেল রোড পূর্ব মাদারবাড়ি, ঝাউতলা,ফিরিঙ্গী বাজার সহ চারটি স্থানীয় সভাপতি/সাধারণ সম্পাদক ও কর্মকর্তাগণ এবং সর্বসাধারণ।

প্রতিবাদ সমাবেশে হরিজন সম্প্রদায়রা

পরিশেষে তাদের দাবি সমুহ তুলে ধরেন সভাপতি বিষ্ণু দাশ , দাবিগুলো হচ্ছে – ঢাকা মিরনজিল্লা হরিজন বাসীদের অবৈধভাবে উছ্ছেদ অভিযান বন্ধ করতে হবে, বাংলাদেশে বসবাসরত যেসব সকল জায়গা হরিজন সম্প্রদায় বসবাস করে,সেই সকল জায়গা হরিজন সম্প্রদায়ের নামে নামকরণ নিশ্চিত করতে হবে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ দেশের সকল সিটি কর্পোরেশন এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জাত হরিজন পরিছন্ন কর্মী নিয়োগের ৮০ ভাগ কোটা বাস্তবায়ন ও স্থায়ীভাবে নিয়োগ প্রদান নিশ্চিত করতে হবে, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, যাহার রেজিঃ নং – ঢ-০৯৫৪২- এর নামে হরিজন সংগঠনকে মূল্যায়ন ও স্কীকৃতি প্রদান নিশ্চিত করতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হরিজন সম্প্রদায়ের সন্তানদের জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ ও সুবিধার নিশ্চিত করতে হবে। পরে এক বিক্ষোভ মিছিল নিয়ে চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয় মানববন্ধনের কার্যক্রম।

শেয়ার করুন