সীতাকুণ্ডে স্টারলাইন উল্টে নিহত ১ আহত ১৫

সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় দুর্ঘটনা কবলিত স্টার লাইন বাসটি দুমড়েমুচড়ে যায়।

হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর এলাকায় যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বার আউলিয়া থানার হাইওয়ে ওসি খোকন ঘোষ বলেন,
সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট বাস দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়। নিহত হলেন, আবুল কাশেম(৪৫) নগরীর ডাবলমুরিং থানার আবুল হাসের পুত্র। এ ঘটনায় আহত আরও তিন জনকে হাসপাতালে পাঠানো হয় বলেতিনি জানান।

আহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জের আরিফ (৩০), কুমিল্লার চৌদ্দগ্রামের আব্দুল মেতালেব (৫২) ও ফেনীর সোনাগাজীর স্বপ্না রানী (৪৯)।

খোকন ঘোষ বলেন, স্টার লাইন পরিবহনের বাসটি রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

ঘটনাস্থলে যাওয়ার পর এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং তিনজনকে চমেক হাসপাতালে পাঠিয়েছি। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বাসটি ওভারটেক করছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়

শেয়ার করুন