সীতাকুণ্ডে অনেকগুলো শিল্প কারখানা যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্ম সংস্থানের সুযোগ নেই

সীতাকুণ্ডে অনেকগুলো শিল্প কারখানা গড়ে তোলা হয়েছে। কিন্তু এসব প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্ম সংস্থানের কোন সুযোগ দেওয়া হচ্ছে না। দিলেও তা লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। অনেকেই প্রতিবন্ধী ব্যক্তিদের জমি জোর করে দখল করে রেখেছে। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন রয়েছে কিন্তু নিজস্ব কোন অফিস নেই, অফিস থাকলেও নিজস্ব জমির অভাবে স্থায়ী অফিস করা সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাবের নব নির্মিত সন্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে
জলবায়ু পরিবর্তন বিষয়ক এক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন।
বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এ মতবিনিময় সভার আয়োজন করে।

শেয়ার করুন