দৌরগোরায় সেবা পাবে প্রথম প্রতিবন্ধী ব্যক্তিরাই

প্রধান অতিথির বক্তব্য রাখছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে. এম রফিকুল ইসলাম।

মানুষের দৌরগোরায় সেবা দেওয়াই আমাদের কাজ। এ ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছেন তারা সেবা পাওয়ার প্রথম সারির মানুষ। প্রতিবন্ধী ব্যক্তিরা কি কি সেবা পাবেন সে বিষয়ে তাদের জানাতে হবে। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা এ. কে.এম মফিজুর রহমান মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাসমূহ নিয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড উপজেলঅ নির্বাহী নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন।
গ্লোবাল গ্রিনগ্র্যান্টস ফান্ডের সহযোগিতায় বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এ অনুষ্ঠানের আয়োজন করে।
সীতাকু- ইপসা এরিয়া ম্যানেজার মোঃ তোফায়েল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  মোঃ নুর উদ্দিন রাশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ, মৎস কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী।

 

শেয়ার করুন