দীঘিনালায় ঝুঁকিপূর্ণ ৯ প্রাথমিক বিদ্যালয়ের ৩ টিতে পাঠদান বন্ধ

দীঘিনালায় পাহাড় ধসের শঙ্কায় বন্ধ হয়ে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়। ছবি : প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়  প্রবল বর্ষণে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা বিদ্যালয়গুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে।  ৩টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়েছে গেছে।  পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।  তবে জেলা প্রশাসন বলছে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে ৩টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শেখ শহিদুল ইসলাম জানান, প্রবল বর্ষণের কারনে পাহাড় ধসের ঝুঁকি থাকায় মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার দুইটি বিদ্যালয় ও বুধবার (৫জুলাই) আরো একটি বিদ্যালয়সহ তিনটি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা শিক্ষা কমিটি সভায় উপজেলার ৯টি প্রাথমিক বিদ্যালয়কে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে অবগত করা হয়েছে।  তবে বিদ্যালয় নির্মাণের সময় জায়গা নির্ধারন এবং অধিকাংশই নির্মাণ ক্রুটির কারনে বিদ্যালয়গুলো ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। এছাড়াও দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকিতে থাকা ১৫টি পরিবারকে রসিকনগর মাদ্রাসায় খোলা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে বলে জানান ইউএনও।

পাঠদান বন্ধ থাকা বিদ্যালয়গুলো হলো, ৯নং বোয়ালখালী ইউনিয়নের ধজ্জাপা (মায়াপা) পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চমড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ক্ষেত্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।  মায়াফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৫ জন শিক্ষার্থী তন্মধ্যে পিএসসি পরীক্ষার্থী ১৪ জন।  চমড়াছড়ি সরকারি শিক্ষার্থী ৮২ জন, তন্মধ্যে ১৯ জন পিএসসি পরীক্ষার্থীসহ ২শতাধিক এরও বেশি শিক্ষার্থী রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা ।

বুধবার (৫ জুলাই) সরেজমিনে দীঘিনালার মায়াফা পাড়া এলাকা গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের কয়েক ফুট দূর থেকে মাটি সরে যাচ্ছে। ভবনের পিলারগুলোও অধিকাংশ ভেঙ্গে গেছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিদ্যালয়ের একাডেমিক ভবন।  তন্মধ্যে গত কয়েকদিন বর্ষণ অব্যাহত থাকায় বিদ্যালয় ভবনের নিচের অংশের মাটি সরে যাওয়া শুরু হয়েছে।

মায়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপলু বড়ুয়া জানান, পাহাড় ধসের ঝুঁকি থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার থেকে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।  কিন্তু বিদ্যালয়ে দুপুরে খাবার দেয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে।  পাহাড় ধসের ঝুঁকি থাকায় পার্বত্য জেলা পরিষদ গত ২০১৫-১৬ অর্থবছরে বিদ্যালয়ের নিচে একটি ধারক দেয়াল নির্মাণ করে দেয়।  কিন্তু গত কয়েকদিনের বর্ষণে বিদ্যালয়ের নিচের অংশের মাটি সরে যেতে শুরু করেছে।  এতে করে পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে।

মায়াফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র পুতুল ত্রিপুরা বলেন, মঙ্গলবার বিদ্যালয় ছুটি দিয়ে দিয়েছে স্যাররা তবুও আজ মা জোর করে স্কুলে পাঠিয়েছে।  আর স্কুলের সামনে গাছের নিচে বুকে বই নিয়ে বসে থাকা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী জবালি ত্রিপুরা, সুইটি ত্রিপুরা ও নিমান চাকমা জানেই না তাদের বিদ্যালয়ে ক্লাশ হবে না তবুও প্রতিদিনের মতো বিদ্যালয়ে এসে হাজির হয়েছে তারা।  তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তরেন ত্রিপুরার পিতা তজেন্দ্র ত্রিপুরা জানান, পাহাড় ধসের ঝুঁকি থাকায় গত মঙ্গলবার থেকে বিদ্যালয় ছুটি ঘোষণা করে শিক্ষকরা। বিদ্যালয়ে উঠার রাস্তা কাঁদাময় হওয়ায় ছেলেমেয়েরা ইস্কুলে উঠতে অসুবিধা হয়। তার উপর পাহাড় ধসের ঝুঁকিতে আমরা শঙ্কিত।

এদিকে পাহাড় ধসের ঝুঁকি থাকায় মঙ্গলবার থেকে প্রশাসনকে অবহিত করে বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান, চমড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্ময়া চাকমা।