হালদা নদীর পানি বিপদ সীমায় : ভাঙ্গন আতঙ্কে দুপাড়ের অসহায় মানুষ
ভারী বর্ষণ পাহাড়ি ঢলে হাটহাজারীর নিম্নাঞ্চল প্লাবিত

কয়েক দিনের প্রবল ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে হালদা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  যেকারণে হাটহাজারী উপজেলার নিন্মাঞ্চল গুলো প্লাবিত হয়েছে।  পানি বন্দি হয়েছে পড়েছে কয়েক হাজার মানুষ।  সাধারণ মানুষের দূর্ভোগ চরম আকার ধারণ করেছে।

এদিকে ভারী বর্ষেণের কারনে উপজেলার বিভিন্ন এলাকার সড়ক ক্ষতবিক্ষত হয়েছে পড়েছে।  অনেক সড়কের উপর দিয়ে পানি চলাচল করছে।  ভারী বর্ষণে বিভিন্ন সড়কের পাশে ড্রেন গুলোর অবস্থা বর্তমানে খুবই নাজুক।  বিশেষ করে হাটহাজারী পৌরসভার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক ও ড্রেনের অবস্থা বর্তমানে খুবই ভয়াবহ।  তবে এসব ব্যপারে পৌর কর্তৃপক্ষের উধাসিনতাকেই দায়ী করছেন স্থানীয় সচেতন মহল।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্লাবিত এলাকা গুলোর মধ্যে নাজিরহাট, কাটিরহাট, গুমারমদ্দন, ছিপাতলী, উত্তর মাদার্শা, দক্ষিণ মাদার্শা, শিকার পুর, বুড়িশ্চর, মেখল, গড়দুয়ারা, রামদাশ হাটসহ উপজেলা সদরের কয়েকটি এলাকাসহ বিভিন্ন এলাকার নিন্মাঞ্চলগুলো এখন পানিতে ভাসছে।  বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এশিয়ার বিখ্যাত মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পানি বিপদ সীমান উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  এ কারণে হালদা নদীর দুপাড়ের মানুষের মাঝে দেখা দিয়েছে ভাঙ্গন আতঙ্ক।  হালদা নদীর গর্ভে ইতিমধ্যে বিলিন হয়েছে নাজিরহাট এলাকার কয়েকটি রাস্তা।  ভারী বৃষ্টির কারণে বেশির ভাগ এলাকার মানুষের ঘরে পানি উঠেছে।  এতে সাধারণ মানুষের দূর্ভোগের শেষ নেই। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।  এদিকে হাটহাজারী পৌরসভার কয়েকটি ওয়ার্ডের অবস্থাও একেবারে নাজুক।  ভারী বৃষ্টির কারণে পৌরসভার কয়েকটি রাস্তা একেবারে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।