রাঙামাটিতে পাহাড় ধ্বস পরিস্থিতি সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে পাহাড় ধ্বস পরিস্থিতি সম্পর্কিত মতবিনিময় সভা

রাঙামাটিতে পাহাড় ধ্বস বর্তমান পরিস্থিতি সম্পর্কিত এক মতবিনিময় সভা রাঙামাটি পৌরসভার সম্মেলন কক্ষে বুধবার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়েছে।  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৭ নং ওর্য়াড কাউন্সিলর, জামাল উদ্দিন, ৮ নং ওর্য়াড কাউন্সিলর কালায়ন চাকমা, দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহম্মদ, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, ১৩ জুন রাঙামাটিতে স্মরণকালের ভয়াবহ পাহাড় ধ্বসে যেসব পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের তালিকা এখনো পর্যন্ত সঠিকভাবে করা হয়নি।  ক্ষতিগ্রস্থ পরিবারের সঠিক তালিকা করার জন্য সুশীল সমাজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।  আমরা যে তালিকা তৈরি করেছি, সেটি এখনো চুড়ান্তভাবে সম্পন্ন হয়নি।   কারণ মালিক এবং ভাড়াটিয়া নির্ণয় করতে সময়ের প্রয়োজন।  তিনি আরো বলেন, রাঙামাটি শহরকে কিভাবে আগের মত টেকসই রাস্তা, স্যানিটেশন, রাস্তার দ্বারে বনায়ন তৈরি করা যায় সে বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।  তিনি আরো বলেন, রাঙামাটির ভয়াবহ পরিস্থিতি এবং পাহাড় ধ্বসে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে কিভাবে পুর্নবাসন করা যায় এসব বিষয় উঠে আসে মতবিনিময় সভায়।

শেয়ার করুন