রোটারি ক্লাব অব রিভারাইন হালদা পরিদর্শনে রোটারি গভর্ণর প্রফেসর তৈয়ব চৌধুরী

ডিষ্ট্রিক্ট গভর্ণর অফিসিয়াল ভিজিটে ডিজি রোটারিয়ান প্রফেসর তৈয়ব্ চৌধুরী কে শুভেচ্ছা স্মারক প্রদান করছেন ক্লাব অ্যাডভাইজার রোটারিয়ান ডা. মঈনুল ইসলাম মাহমুদ, ডিষ্ট্রিক্ট অফিসিয়াল ও ক্লাবের নেতৃবৃন্দ

রোটারি ক্লাব অব রিভারাইন হালদার ডিষ্ট্রিক্ট অফিসিয়াল ভিজিট নতুন রোটারি বছরের প্রথম দিনের প্রথম ভিজিটে ক্লাবের কার্যক্রম পরিদর্শন করেন রোটারি গভর্ণর প্রফেসর তৈয়ব চৌধুরী। এ উপলক্ষে এক্সক্লুসিভ মিটিং, ক্লাব এসেম্বলি রোটারি ক্লাব অব রিভারাইন হালদার সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ খোরশেদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ডিষ্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান প্রফেসর তৈয়ব চৌধুরী বলেন দেশের সামগ্রিক কল্যানে সামাজসেবী আন্তরর্জাতিক সংগঠন রোটারি ক্লাবের ভূমিকা অপরিসীম। তিনি আশাবাদ ব্যক্ত করেন রোটারি ক্লাব অব রিভারাইন হালদা তাদের স্বাতন্ত্র কর্মপ্রচেষ্টর মাধ্যমে অন্যান্য সমাজসেবী সংগঠনের নিকট অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। ডিজি বলেন, রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ, বৃক্ষরোপন, স্বাস্থ্যসেবা প্রদান, স্যানিটেশন, পাবলিক টয়লেট ও শিক্ষা কার্যক্রম চালানোসহ আর্তমানবতা সেবার বেশ কিছু উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ২০১৭-২০১৮ সূচনা করল রোটারি ক্লাব অব রিভারাইন হালদা। ১৯০৫ সালে আমেরিকার শিকাগো শহরে মাত্র ২৬.৫০ ডলার দিয়ে যাত্রা শুরু করা রোটারি বর্তমানে অর্থের পরিমাণ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে বিশ্বের ২০০টি দেশে ৩৫ হাজারের  অধিক ক্লাবে প্রায় ১৩ লাখ রোটারিয়ান আর্তমানবতার সেবায় কাজ করছে।

ক্লাব অ্যাডভাইজার রোটারিয়ান ডা. মঈনুল ইসলাম মাহমুদ বলেন, রিভারাইন হালদা শিক্ষা, স্বাস্থ্য ও সুপেয় পানির উপর বিশেষ গুরুত্বআরোপ করে ২০১৭-১৮ বর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে তম্মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প গভীর নলকূপ, পাবলিক টয়লেট, রোটারি বিলবোর্ড স্থাপন, লিটারেসী, বৃক্ষরোপণ ও হেলথক্যাম্প।

বক্তব্য রাখেন, লেফটেনেন্ট গভর্ণর পিপি আজফার আলী, ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি রেজাউল করিম, ডিস্ট্রিক্ট কো-অডিনেটর পিপি মেহেরাজ তাসলিম সাফি, ডেপুটি গভর্ণর পিপি ফজলে আজিজ বাবুল, ডেপুটি গভর্ণর পিপি ফজলুর রহমান চৌধুরী পারভেজ, ক্লাব বিল্ডার্স পিপি আজিজুল হক-সহ জেলা ৩২৮২ নেতৃবৃন্দ। ক্লাব সদস্যদের মধ্যে ভিজিটে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটারিয়ান খোরশেদুল আলম, আইপিপি, ক্লাব ট্রেনার ও অ্যাসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান মোহাম্মদ ওমর আলী ফয়সল পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান জাহেদ আহমদ শরীফ, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আনজুমান আরা, সেক্রেটারি রোটারিয়ান সাইফুদ্দীন শাহীন, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান মো: জাবেদ, রোটারিয়ান মো: গোলাম কিবরিয়া, ট্রেজারার রোটারিয়ান মো: ওমর ফারুক, ডিরেক্টর যথাক্রমে আর্কিটেক্ট ইরশাদুল আলম, রোটারিয়ান ইরফানুল আলম দোভাষ, রোটারিয়ান কাজী ইসতিয়াক আহমেদ, এডিটর রোটারিয়ান মো: শাহাজাহান বাদশা, সার্জেন্ট এ্যাট আর্মস রোটারিয়ান মো: মহসিন, রোটারিয়ান মো: আলতাফ উদ্দীন, রোটারিয়ান আবদুল্লা আল মামুন এছাড়া ক্লাব মেম্বার রোটারিয়ান লাইজু, রোটারিয়ান জমির উদ্দীন , রোটারিয়ান সিহাব, রোটারিয়ান কামরুল প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চার্টার প্রেসিডেন্ট ফয়সল উপস্থিত সকলকে প্রাতরাশ খাওয়ানোর মাধ্যমে নতুন রোটা বছরের শুভ কামনা করেন।

শেয়ার করুন