দুদকের অভিযান
১১ লক্ষাধিক টাকার রাজস্ব ফাঁকি, দলিল লেখক আটক

দুদকের অভিযান আটক প্রণব আইচ

প্রতারণার ও জালিয়াতির মাধ্যমে ১১লক্ষ ৭হাজার ১শত টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে প্রণব আইচ (৬০) নামে এক দলিল লেখককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) চট্টগ্রাম-১।

বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে হাটহাজারী উপজেলাধীন ফতেয়াবাদ সাবরেজিস্ট্রি অফিস সংলগ্ন কার্যালয় থেকে তাকে আটক করা হয়। প্রণব আইচ উপজেলাধীন ফতেয়াবাদ এলাকার সুবিমল বাড়ীর মৃত সুবিমলের পুত্র বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন সজেকা চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফুর কবির চন্দ্রন। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় সজেকা চট্টগ্রাম-১ এর উপ-সহকারী পরিচালক মোঃ আবদুল আউয়াল বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন যার নং-০৮, তারিখ-০৬/০৭/১৭ খ্রিস্টাব্দ। এই মামলায় প্রণব আইচ ৩ নম্বর আসামী। মামলার প্রথম ও দ্বিতীয় নম্বর আসামীরা হলেন যথাক্রমে হাটহাজারী ফতেয়াবাদ সাব রেজিস্ট্রি অফিসের সাবেক সাব রেজিস্টার কাজী রফিক উদ্দিন ও দলিল গ্রহীতা মোছাম্মৎ মর্জিনা বেগম।

মামলার বাদী সজেকা চট্টগ্রাম-১ এর উপ-সহকারী পরিচালক মোঃ আবদুল আউয়াল জানান, ২০০২ সালে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে তৎকালীন হাটহাজারী ফতেয়াবাদ সাব রেজিস্টার কাজী রফিক উদ্দিন, দলিল গ্রহীতা মোছাম্মৎ মর্জিনা বেগম ও দলিল লিখক প্রণব আইস হাটহাজারী সাব রেজিস্ট্রি অফিসে ১৬৯.৫২ শতক জমির গড়মূল্য ৯৬ লক্ষ ৬৯হাজার ৯শত টাকা হওয়া সত্ত্বেও মাত্র ১০ লক্ষ টাকা মূল্য নির্ধারণ করে রেজিস্ট্রি সম্পন্ন করে। ভূমি রেজিস্ট্রেশন আইন ১৯০৮ এর ২৮ ধারা অনুযায়ী রেজিস্ট্রিকৃত জমির বেশীর ভাগ জায়গা চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসের আওতাধীন হওয়ার সেখানে রেজিস্ট্রি না করে তারা সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছেন। অনুসন্ধান করে তথ্য নিয়ে থানা পুলিশের সহযোগিতায় আমরা মামলার ৩ নম্বর আসামীকে আটক করেছি। অপর দুই আসামীকে আটক করতে অভিযান অব্যহত রেখেছি।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি মোঃ বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, “ মামলা রুজু হয়েছে। পুলিশের সহযোগীতায় দুদক এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।