
বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন সিজেএফবি থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শফিক রেহমান। খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনটির সহ-সভাপতি রাসেল আজাদ বিদ্যুত।
বিজয়ের মাস ডিসেম্বরে ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডস-র ২৩তম আসরে শফিক রেহমানের হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শফিক রেহমানের পাশাপাশি পুরস্কার পাচ্ছেন ২০২৩ সালে বিনোদনের বিভিন্ন মাধ্যমে আলো ছড়ানো তারকারা। আগামী ২৮ ডিসেম্বর ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডসের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, শফিক রেহমান সাংবাদিক, উপস্থাপক ছাড়াও একজন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক। এছাড়া সাপ্তাহিক যায়যায়দিন এবং পরে দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।