খাগড়াছড়িতে পুলিশের হাতকড়া কেটে আসামি পলাতক ২ পুলিশ বরখাস্ত

খাগড়াছড়িতে সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হাতকড়া কেটে পালিয়ে গেছে মাদক পাচার মামলার এক আসামি। ঘটনায় তাৎক্ষণিক দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে হাতকড়া কাটায় সহায়তার অভিযোগে আটক করা হয়েছে পলাতক আসামীর স্ত্রীকে।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটু জানান, পলাতক মোঃ সাইফুল ইসলামকে বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে মরণব্যাধি ইয়াবার একটি চালানসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে আইনশৃংখলা বাহিনী।  পরে ৭ জুলাই সে অসুস্থ্য হয়ে পরলে তাকে সদর হাসপাতালে চিকিৎসাশেষে আদালতে তোলার জন্যে খাগড়াছড়িতে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হানান বলেন, অসুস্থ্য আসামি সাইফুলকে চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি করা হয়।  পাহারায় থাকা দুই পুলিশ সদস্যের চোখে ফাঁকি দিয়ে তার স্ত্রী সুমি আক্তারের সহযোগিতায় হাতকড়া কেটে রবিবার ৯জুলাই ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতাল থেকে পালিয়ে যায় সে।  তবে আসামি মোঃ সাইফুল ইসলাম পালিয়ে গেলেও পালানোার সময় তার স্ত্রী সুমি আক্তারকে আটক করা হয়েছে।  এ ঘটনায় পাহারায় থাকা সদর পুলিশ লাইনের নায়েক হাদেজ খবির ও কনস্টেবল মো. নজুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বেলেও জানান তিনি।

পুলিশ সুপার আলীর অহমেদ খান জানান, পালিয়ে যাওয়া আসামিকে ধরতে ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে তল­াশি চৌকি বসিয়ে পুলিশ অভিযান শুরু করেছে তবে সাময়িক বরখাস্ত হওয়া নায়েক হাদেজ খবির ও কনস্টেবল মো. নজুরুল ইসলামকে আপাতত পুলিশ লাইনে রাখা হয়েছে।