স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীর বাড়িতে স্বামীর হামলা, স্বর্ণলাংকারসহ নগদ টাকা লুট

হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকায় স্বামীকে স্ত্রী তালাক দেওয়ায় স্বামী কর্তৃক গত শুক্রবার রাতে স্ত্রীর বাপের বাড়িতে এসে হামলা চালায়। পরিবারের সকলকে মারধর করে এ সময় স্বর্ণলাংকার নগদ টাকা লুটপাট ও আসবাব পত্র ভাংচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় গত শনিবার হাটহাজারী মডেল থানায় মামলা হয়।

জানা যায় উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের গুন্নী মিঞা সাওদাগরের বাড়ির মোছাম্মৎ শামিমা আক্তারের (স্বামী মোহা. রফিকের) মেয়ের সাথে চট্টগ্রাম ডবলমুড়িং থানার আগ্রাবাদস্থ পাঠানটুলি নাজিরপুর এলাকার মোহাম্মদ সুলতান খানের ছেলে মোহাম্মদ ইখতেকার আলম শাওনের সাথে  গত ১২/০২/ ২০১৬ ইং তারিখে ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ হয়। বিয়ের পর স্বামীর বিভিন্ন অত্যাচারের কারণে অতিষ্ট হয়ে স্ত্রী গত ২০১৭ সালের ৬ ই এপ্রিল স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেন। এরপর হতে স্ত্রীর বাপের বাড়িতে এসে বারবার স্বামী বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছিলো। গত শুক্রবার রাতে স্বামী ও  তার অজ্ঞাত কয়েকজন বন্ধু সহ স্ত্রীর বাড়িতে এসে ব্যাপক হামলা চালিয়ে ঘরের আসবাব পত্র ও ঘরে থাকা এলসিডি টিভি সহ বিভিন্ন সরঞ্জান ভাংচুর করে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমানিক ১৫ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ৪৮ ভরি স্বর্ণসহ নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় গত শনিবার (০৮/০৭/২০১৭) ইং তারিখে  স্ত্রীর মাতা শামিমা আক্তার বাদি হয়ে সুনির্দিষ্ট তিন জনের নাম ও অজ্ঞাত কয়েকজনকে বিবাদী করে এই মামলা দায়ের করেন।  মামলা নং- ৪৫ তারিখ: ০৮/০৭/২০১৭ ইং।  তবে তার বিরোদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাও করা হয়েছে বলে বাদী জানান।

শেয়ার করুন