বন বিভাগের অভিযানে ঈদগাঁওতে ৮০ শতক জমি দখলমুক্ত

নিজস্ব প্রতিনিধি:কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বনবিট এলাকায়  অবৈধভাবে জবরদখলে রাখা ৮০ শতক জমি দখলমুক্ত করেছে বনবিভাগ।
বুধবার (৭ মে)  সকাল ১০ থেকে দুপুর  পর্যন্ত এ অভিযান চালানো হয় ঈদগাঁও উপজেলার অন্তর্ভূক্ত ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বিটের ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়ায় সংরক্ষিত বনভূমি এলাকায়।
নাপিতখালী বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী জানান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এ সময় সর্তকীকরণ সাইনবোর্ডও ঝুলানো হয়েছে।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান জানান, কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা মারুফ হোসেন ও সহকারী বন সংরক্ষক শীতল পালের নির্দেশে  তার আওতাধীন বনবিটের কর্মীরা অভিযানে অংশ নেন।
রেঞ্জ কর্মকর্তা আরো বলেন, দখলমুক্ত সংরক্ষিত বনভূমি  বনায়নের জন্য নির্ধারণ করা হয়েছে।
 এ জমিতে চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন  বনজ ও বিলুপ্ত প্রজাতির চারা রোপণ করা হবে।
শেয়ার করুন