ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা ফটিকছড়ির এনাম গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানের অ‌ভিযোগে মোঃ এনামুল হক (৪৬) নামে একজনকে গ্রেফতার করেছে বায়ে‌জিদ থানা পু‌লিশ।

সোমবার (১২ মে) বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বায়ে‌জিদ বোস্তা‌মী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) আ‌রিফুল ইসলাম। তি‌নি বলেন, গ্রেফতার এনামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডে বিভিন্নভাবে অর্থের যোগান দেওয়ার অভিযোগ রয়েছে। নি‌ষিদ্ধ সংগঠনকে অর্থ যোগানের অ‌ভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তার নিজ বাড়ী ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে। তার বিরুদ্ধে আগে থেকে মামলা ছিল।

থানা সূত্রে আ‌রও জানা যায়, গ্রেফতার এনা‌ম গত বছর আগস্টের ১৯ তা‌রিখে বিশেষ ক্ষমতা আইনে বায়ে‌জিদ বোস্তা‌মী থানায় হওয়া ১৬নং মামলা আসামি। বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল রাতে বায়েজিদ বোস্তামী থানা এলাকা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন