পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের চার পাশ গাছ পালা শূন্য হয়ে যাচ্ছে। বাড়ির চার পাশে থাকা অনেক প্রাকৃতিক পরিবেশ কে আমরা ধ্বংস করে ফেলছি। পুকুর ভরাট হয়ে যাচ্ছে। খাল সমুহের চার দিক দখল হচ্ছে। পাহাড়ের গাছপালা উঝাড় করে ফেলছে। সারা দেশের বন বিভাগের সামনে এই সব বিলুপ্ত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর আছে, কিন্তু পরিবেশ রক্ষা হচ্ছে না। প্রাকৃতিক যেই পরিবেশটি আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন সেই পরিবেশটিক্ওে বাঁচিয়ে রাখছি না। শিক্ষা প্রতিষ্ঠানের খালি জায়গায় গাছ লাগাই। ধর্মীয় প্রতিষ্ঠানের খালি স্থানে বৃক্ষ রোপন করা যায়। ফল, শাক সব্জির ছোটো খাটো বাগান তৈরি করা যায়। ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটির তত্ত্বাবধানে এই বাগান ও ফল ফলাদি পরিচর্যার ব্যাবস্থা নেয়া খুব সহজ বিষয়। মসজিদের মুসল্লি, কমিটি, সন্মিলিত ভাবে বৃক্ষের নিয়মিত দেখবাল করতে পারে। ফলে মসজিদের পরিবেশ সুন্দর হবে। অর্থনৈতিক সফলতা ও আসবে। পুষ্টির চাহিদা মিটাতে পারবে।
সরকার পরিবেশের ভারসাম্য রক্ষা করতে নানা দপ্তর সৃষ্টি করেছে। তারা এইসব দেখার কথা। কিন্তু তারা যে ভাবে এই সব বিষয় দেখার কথা ছিল সেই ভাবে দেশ বাসি সেবাটি পাচ্ছে না। তাদের কাছে কোনো নাগরিক অভিযোগ করলে তাদের দৌড়া দৌড়ি দেখা যায়। আর ততদিনে সেই বাগান পাহাড় বন শেষ করে ফেলে । যাবো, যাচ্ছি, করবো করছি এইসব শুনতে হয় অভিযোগ কারিদের। কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ কারিকে ভয়ের মধ্যে থাকতে হয়। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নং জলদি পৌর সভার সাবেক কমিশনার যুবলীগ কর্মীআজগর হোসেন তৎকালিন এমপি মোস্তাফিজ এর সহযোগিতায়
পৌর এলাকার বনজঙ্গল, গাছ বিগত ১০ বছরে শেষ করে ফেলেছে। আজগর হোছেন, ওলামা লিগের কর্মী আক্তার হোছাইন, তাদের ১০ – ১২ জনের বন খেকু বাহিনী বাঁশখালী উপজেলার জলদি, বৈলছড়ি, চাম্বল এলাকার সব গাছ বন পাহাড় ন্যাড়া করে কোটি কোটি টাকার মালিক হয়েছে।
২০২৩ সালের পুর্বের ১০ বছরে এমপি মোস্তাফিজের সময়ে স্থানীয় প্রশাসন ওই ভুমিদূশ্য সরকারী জমি পাহাড় পরিবেশ ধ্বংস কারির বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ গ্রহণ করতোনা। পরিস্কার ভাবে কর্তৃপক্ষ বলতো এমপির নিষেধ আছে। এই ভাবে আজগর ও মাওলবি আক্তার বাহিনী বাঁশখালীর মুল্যবান বন, পাহাড়, সরকারি খাস জমি দখলের মাধ্যমে শত কোটি টাকার মালিক। এক সময়ে তাদের শূন্যের হাত এখন সম্পদের পাহাড়। নান্দনিক ও পরিবেশের অপুর্ব লিলাভুমি বাঁশখালীর প্রাকৃতিক পরিবেশ ফীরে পেতে চায় এ অন্চলের মানুষ। আবার সেই পাহাড় জমি ফেরত নিয়ে বাশঁখালীর পরিবেশ ফীরে আসুক । স্থানীয় প্রশাসন জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসবেন বলে আশা রাখছেন পরিবেশবাদিরা।
ন্যাড়া পাহাড় গুলোকে গাছ লাগিয়ে আবার সতেজ করা হউক। সারা দেশের বনজ সম্পদ রক্ষা করা হউক। চট্টগ্রামে সিতাকুন্ড, আকবরশাহ, বায়েজিদ , হাটহাজারি এলাকার পাহাড় এখন চোঁখেপড়েনা। এখানে সব দালান আর বাড়িঘর। হাজারে হাজার মানুষের বসতি স্থাপন করেছে। সেখানে সিন্ডিকেট। তাদের সাথে উপরে নিচে সকল স্তরের কর্মকর্তাদের সথে নাকি সম্পর্ক এমন কথা জনগন শুনে আসছে। ফলে নির্ভিগ্নে সেখানে ইচ্ছে মতো পাহাড় ও পরিবেশ ধ্বংস করা হচ্ছে। সংবাদ মাধ্যমে চট্টগ্রামের এই সব পাহাড় নিয়ে বহু বার প্রতিবেদন হয়েছে। কয়েক দিন প্রশাসন নড়ে চড়ে বসলেও আবার সেই পুরোনো অবস্থা দেখা যায়। চট্টগ্রামে প্রতি মাসে শত শত পাকা দালান তৈরি হচ্ছে। জমির অবস্থান কমছে। ফসলের উৎপাদন হ্রাস পাচ্ছে। কল কারখানা বাড়ছে। মিলের ধোঁয়া বাতাসে পরিবেশ নষ্ট হচ্ছে। সেই তুলনায় প্রাকৃতিক পরিবেশ রক্ষার উদ্দোগ নেই বলা চলে। কোনো ভাবেই খালি জমি রাখা যাবেনা। যার যার অবস্থান থেকে গাছ লাগাই। সন্মিলিত ভাবে বৃক্ষের সংরক্ষণ ও চর্চা করি। কোনো জনপ্রতিনিধি যেনো বৃক্ষ নিধন করতে না পারে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কে নজর রাখতে হবে।
মানব সমাজের রক্ষার জন্য আমাদের চার পাশের পরিবেশ রক্ষার বিকল্প নেই। গাছ কাটা, পুকুর নদী ভরাট করতে দেয়া যাবেনা। চট্টগ্রামের কর্নফুলী নদীর আশ পাশ উদ্ধার করতে হবে। এই নদীর নব্যতা ফীরে পেতে চাই। নগরবাসির বাসাবাড়ির উচ্ছিষ্ট নদীতে ফেলা নিয়š্রÍন করতে হবে। এই সব নদী খাল ভরাট করে গড়ে উঠা দোকান, ঘর,মার্কেট উচ্ছেদ করতে হবে। এই সব সরকারি জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা এলাকায় বিদ্যুৎ পানির লাইন কি ভাবে পায়, সেখানেও ব্যবস্থা নিতে হবে।
যার যার অবস্থান থেকে গাছ লাগাই। ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের খালি জায়গা গাছ লাগিয়ে পরিবেশ বাঁচাই নিজে বাঁচি। স্কুল মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্টানে গাছ লাগানোর ও পরিবেশ রক্ষার উপর গুরুত্ব বহন করে প্রেকটিকেল ভাবে ছাত্রদের মানসিক ভাবে শিক্ষা প্রদান করি।
পরিবেশের জন্য ক্ষতিকর মানুষ ও সিন্ডিকেট চিহ্নিত করে আইনের আওতায় আনুন। পরিবেশ বাঁচান, দেশ বাঁচান, সমাজ রক্ষা করুণ। সব ধরনের রাজনীতির প্রেসার মুক্ত এই আইনের বাস্তবায়ন থাকা চাই। জীবন সঙ্গী হিসেবে গাছ ও বাগানকে ভালো বাসতে শিখি। আসুন সকলে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাই পরিবেশ রক্ষা করি।
লেখক
মাহমুুদুল হক আনসারী
সংগঠক,গবেষক,কলামিষ্ট