চট্টগ্রাম টেলিভিশন ২৪ ঘন্টা সম্প্রচারের দাবি
প্রধানমন্ত্রীকে চট্টগ্রাম টেলিভিশন শিল্পী সমিতির স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ.জ.ম নাসির উদ্দিন এর মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরাবরে স্মারকলিপি হস্তান্তর করছে চট্টগ্রাম কেন্দ্রের শিল্পী সমিতির নেতৃবৃন্দ। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রের অনুষ্ঠান ২৪ ঘন্টা সম্প্রচার করার দাবীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ.জ.ম নাসির উদ্দিন এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম কেন্দ্রের শিল্পী সমিতি।

রবিবার (৯ জুলাই) শিল্পী সমিতির সভাপতি সাংবাদিক ও শিল্পী শেখ নজরুল ইসলাম মাহমুদ ও শিল্পীবৃন্দ মেয়র বরাবরে  স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপি গ্রহণকালে সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন বলেন, চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রকে ২৪ ঘন্টা করার জন্য প্রধানমন্ত্রীর নিকট তিনি ডিও লেটার ইস্যু করবেন।

স্মারকলিপিতে শিল্পী সমিতির নেতৃবৃন্দ চট্টগ্রাম টিভি কেন্দ্রের অনুষ্ঠান ২৪ ঘন্টা সম্প্রচার করার দাবী জানান এবং সম্প্রচারিত অনুষ্ঠান দেশে-বিদেশে সবখানে দেখতে পাওয়া নিশ্চিত করার আবেদন জানান।  শিল্পী সমিতি তাদের আবেদনে চট্টগ্রাম কেন্দ্রের শিল্পীদের সম্মানী খাতে বাজেট বাড়ানো, হিসাব শাখা, ইঞ্জিনিয়ারিং শাখা, অনুষ্ঠান শাখা ও বার্তা বিভাগে বাড়তি লোক নিয়োগ দেয়া, বিনোদনমূলক অনুষ্ঠান বাড়ানো, নতুন শিল্পীদের অডিশনের ব্যবস্থা করা এবং চট্টগ্রাম কেন্দ্র সরকারের ২য় কেন্দ্র হিসাবে এই কেন্দ্রের সম্প্রচার বাংলাদেশের আনাচে কানাচে তথা বহি:বিশ্বের মানুষ যাতে দেখতে পায়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবী জানান।  শিল্পীরা আরো জানান, বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান সব জেলায় এমনকি ঢাকায়ও প্রত্যেক অঞ্চলে ক্যাবল অপারেটরগন চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান দেখান না।  এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দানের জন্য শিল্পীরা আবেদন জানান।

শেয়ার করুন