দ্বিতীয় দফা তদন্ত কর্মকর্তার মুখোমুখি সোয়া চার ঘণ্টা
নিজেকে নির্দোষ দাবি করলেন বাবুল আক্তার

আলোচিত মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) মো. কামরুজ্জামানের ডাকে সারা দিয়ে মঙ্গলবার (১১ জুলাই) দ্বিতীয় দফা চট্টগ্রামে হাজির হয়েছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। এসময় বাবুল তদন্ত কর্মকর্তার কাছে দাবী করেছেন তার স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় তিনি নির্দোষ।

বিকাল পৌনে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা সোয়া চার ঘণ্টা বাবুল আক্তারের সঙ্গে রুদ্ধদ্বার কক্ষে কথা বলেন তদন্ত কর্মকর্তা (আইও)।  বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল আক্তার বলেন, মামলার বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য আমাকে ডেকেছিলেন আইও।  অনেক কিছু জানতে চেয়েছেন।

আমি জানিয়েছি।  মিতু হত্যায় বাবুল আক্তার জড়িত-শ্বশুর মোশাররফ হোসেনের এমন অভিযোগ প্রসঙ্গে বাবুল আক্তার বলেন, অভিযোগ তো যে কেউ করতে পারেন।  তা প্রমাণের জন্য প্রয়োজন তথ্য-প্রমাণ।  তখন সাংবাদিকরা জানতে চান, আপনি কি স্ত্রী হত্যায় নিজেকে নির্দোষ দাবি করেন।  বাবুল আক্তার বলেন, অবশ্যই।

অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, মিতু হত্যা মামলার বিভিন্ন বিষয় নিয়ে বাদী হিসেবে তদন্ত সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য ডেকেছিলাম বাবুল আক্তারকে।  তিনি আমার ডাকে সাড়া দিয়ে এসেছেন।

মামলা সংক্রান্ত অনেক বিষয় আছে যেগুলো আমার ক্রসচেক করা প্রয়োজন।  ওইসব বিষয়ে আমি তার সঙ্গে কথা বলেছি।  তিনিও নিজ থেকে আমাকে এ মামলা সংক্রান্ত অনেক তথ্য দিয়েছেন।

মিতু হত্যাকাণ্ডে বাবুল আক্তার জড়িত- শ্বশুরের এমন অভিযোগ প্রসঙ্গে বাবুল আক্তার কিছু বলেছেন কিনা বা তদন্তে বাবুল আক্তারের কোনো সম্পৃক্ততা পাওয়া গেছে কিনা জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না।

তদন্তে যদি বাদীর (বাবুল আক্তার) বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয় তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।  বিকাল পৌনে ৪টার দিকে বাবুল আক্তার কালো একটি পাজেরো জিপে (ঢাকা মেট্রো ঘ-১৪-২২১০) চড়ে ঢাকা থেকে সরাসরি সিএমপি সদর দফতরে পৌঁছেন।

শেয়ার করুন