সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট (শনিবার) বিকালে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব এ কর্মসূচি পালন করেন।

সাংবাদিক হত্যার প্রতিবাদে বিবিরহাট বাসস্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় মিছিলটি। পরে সেখানে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার প্রমাণ দিয়েছে। অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- গাউসিয়া কমিটি ফটিকছড়ি থানা শাখার সভাপতি আবু তাহের আল কাদেরী ও সাধারণ সম্পাদক মাছউদ আল কাদেরী, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষক নেতা রতন কুমার চৌধুরী, প্রাথমিক শিক্ষক নেতা হিজল দাশ, এডভোকেট একে করিম, পেশাজীবি নেতা আবু শোয়াইব, জৈষ্ঠ্য সাংবাদিক আবু মুছা জীবন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইকবাল হোসেন মঞ্জু, সাবেক ছাত্রনেতা শাহ জালাল চৌধুরী, ইসলামী ফ্রন্টের ফটিকছড়ি শাখার সভাপতি হাবিবুল ইসলাম ভুইয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, আব্দুল্লাহ্ আল মামুন, তানবীর চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কামরুল হাসান প্রমুখ।

এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সালাহউদ্দিন জিকু, মো. জীপন উদ্দিন, রফিকুল ইসলাম, মো. সেলিম, কামরুল হাসান সবুজ, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, নুরুল আবসার নূরী প্রমুখ।

শেয়ার করুন