চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান গ্রেফতার গাজীপুরে

গাজীপুর : ১৫শ ভিজিএফ কার্ডধারী হতদরিদ্রের জন্য বরাদ্দ ৯০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাভার থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) রাতে গ্রেফতার হওয়া মোঃ আলাউদ্দিন মোল্লা (৬৫), কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

তিনি আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগেরও সভাপতি।  তিনি গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত হন বলে জানান স্থানীয় ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও কালিয়াকৈর থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আঃ হাকিম মিয়া।

সাভার থানার ওসি মহসিনুল কাদির জানান, ২০১৬ সালে ওই চেয়ার‌্যানের বিরুদ্ধে হতদরিদ্রের চাল আত্মসাতের মামলা হয়। যা দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।

দুদকের সহকারী পরিচালক ওই মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, ১৫শ কার্ডধারী হতদরিদ্রের ২০১৬ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ৯০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে স্থানীয় মোজাম্মেল হক বাদী হয়ে মামলা ২০১৬ সালের ২৮ ডিসেম্বর কালিয়াকৈর থানায় মামলা করেন। ওই মামলায় আরো তিন ডিলারের নামও রয়েছে।  গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে চেয়ারম্যান আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর মোজাম্মেল হক নামে এক ব্যক্তির থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে তাকে সাভার থেকে গ্রেফতার করা হয়।