ভূয়া সাংবাদিক আবেদুজ্জমান আমিরীর বিচারের দাবিতে মানববন্ধন

ভূয়া সাংবাদিক আবেদুজ্জামান আমিরীর বিচারের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জীবন আরা বেগম। ছবিঃ এম এ হান্নান কাজল

ভূয়া সাংবাদিক আবেদুজ্জমান আমিরীর বিচারের দাবিতে অদ্য ১৫ জুলাই’ ১৭ইং চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।  উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জীবন আরা বেগম, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি বিলকিছ আরা মিংকি, পটিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আবছার সহ আবেদুজ্জামান এর পরিবারবর্গ সহ আত্মীয়স্বজন।  মানববন্ধনে আবেদুজ্জমান আমিরের পরিবারের সদস্যরা তাদের বক্তবব্যে বলেন-পরিবারের সকল সদস্যদের মধ্যে আমাদের পিতা জয়নাল আবেদীন এর প্রাপ্ত সম্পত্তি বন্টনের জন্য বিগত ২০ মে‘ ১৬ইং তারিখে স্থানীয় পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়ার জনাব আলহাজ্ব আবু ছৈয়দ বরাবরে দরখাস্ত করে প্রবাসী বড় ভাই খাদেমুজ্জামান আমেরী উক্ত দরখাস্তের ভিত্তিতে বৈঠক হয় বিগত ০৫ মে‘১৬ইং।  ঐ বৈঠকে আবেদুজ্জামান প্র: ভূয়া আবেদ উপস্থিত সকলের সামনে প্রথমে সম্পত্তি ভাগ-বন্টনের কথা হলে আমার ভাই খাদেমকে চেয়ার ছুঁড়ে মারে এবং পরে লম্বা কিরিচ নিয়ে বড় ভাইকে মেরে ফেলার জন্য আসে।  সমস্যা সমাধানের আশায় বিগত ১০ জুন‘১৬ইং তারিখ বিচার মানবে এই শর্তে সরকারী ষ্ট্যাম্পে সহি করে আবেদন সহ পরিবারের সবাই।  এরপর (১৫-২০) বারের মত জায়গা পরিমাপ সার্ভেয়ারসহ সমাজ প্রতিনিধি কাউন্সিলর এবং আরও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ বসলেও এখনো পর্যন্ত সমাধান হয়নি।  কিরিচ এবং চেয়ার দিয়ে মারার বিচার হয়নি।  তারপরও আমরা সমাধানের আশায় বিচারকদের সাথে দীর্ঘ প্রায় দেড় বছর যোগাযোগ করে আসছি।  এসব কারণে আবেদন অন্য ভাইদের জিম্মি করার লক্ষ্যে গোপনে প্রবাসী ভাই তারেকুজ্জমানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তির মিথ্যা মামলা করে গত ১২/০৬/২০১৬ইং তারিখ।  তারেকুজ্জমান বিদেশ হতে দেশে আসার কথা শুনে আবেদ মামলার কথা প্রকাশ করে, যাতে তারেকুজ্জমান দেশে না আসে।  গত ০৮ মে‘১৬ইং তারিখ আমার ভাই মোরশেদকে বাই-সাইকেলের সাথে নকল ইয়াবা টেবলেট বেঁধে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য পুলিশ দিয়ে চেষ্টা করলে পটিয়া চট্টগ্রাম মঞ্চের সাংবাদিক হাকিম রানার সহযোগিতায় রক্ষা পায়।  অত:পর গত ০৯ মে‘১৭ইং তারিখ সকল ৯ টায় করবস্থান সংলগ্ন হযরত আমিরুল আউলিয়া (ক:) ৪র্থ কন্যার মাজারের পবিত্রতা রক্ষার্থে পটিয়া পৌরসভার অর্থায়নে নির্মিত দেওয়াল সন্ত্রাসী বাহিনী গঠন করে পাকা দেওয়াল ভেঁঙ্গে ফেলে এবং প্রবাসী আরও ২ ভাই দেশে আসলে তাহাদের মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর হুমকি দেয়।  আগামী ১৫  জুলাই তারিখে চট্টগ্রাম প্রেস ক্লাবে আবেদের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিতে না পারে সেজন্য ১৩ জুলাই‘১৭ইং তারিখে তারেকুজ্জমানের বিরুদ্ধে ১টি S.D.R.No- ১২/২০১৭ পটিয়া থানায় মামলা করে। এছাড়া পারিবারিক পুকুর, পাকা ঘাট সন্ত্রাসী বাহিনী নিয়ে ভরাট করে সবার জীবনে অস্বস্তী এনে দিয়েছে।  ঐ পুকুরেও পটিয়া পৌরসভার অর্থায়নে রাস্তা রক্ষা দেওয়াল এবং ব্যবহারের জন্য পুকুরঘাট দেয়া হয়েছে।  আবেদ এখন পুকুরের পাকা ঘাট ভরাট করে পাকা দেওয়াল দিয়ে ঘর নির্মাণ করে ভাড়া দেয়। আর একটি ঘর যার নাম দেওয়া হয় “সোনারকাটি” নাম দিয়ে আপনাদের ভাই-বোনের সম্পত্তি দখল করে নিজে রাজ প্রসাদ তৈয়াল করে নিজে ভোগ দখল করে আছে।  যার বেশির ভাগ জায়গা অন্য ৪ ভাই ২ বোনের। এসব ঘটনার বিস্তারিত বিবরণ দেয় আমরা ০৯/০৫/২০১৭ইং তারিখ পটিয়া থানায়, ১১/০৫/২০১৭ইং পটিয়া পৌরসভা, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্ত এবং ১৮/০৫/২০১৭ইং তারিখ সিনিয়র জুডিয়াল আদালত বরাবর অভিযোগ/মামলা হয়।  যা এখন তদন্তের জন্য পটিয়া থানার তদন্ত কর্মকর্তা রেজাউল করিম থানাকে দায়িত্ব দেওয়া হয়।  র্দীঘ দিন যাবৎ তদন্দ কাজ শেষ না হওয়া এবং আবেদ আমাদেরকে মৃত্যুর হুমকি দেওয়ায় ন্যায় বিচার এবং বাঁচার জন্য আজকে আরও ক্ষতিগ্রস্থ জনগণ নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়েছি।  আমরা পরিবারের সকল সদস্যদের নিয়ে ভাল এবং সুন্দর জীবন গড়তে চাই। সাথে আমাদের ছোট বাচ্চাদের সুন্দর পরিবেশের মধ্যে গড়তে চাই। এটাই আমাদের আশা।

শেয়ার করুন