ঢাকাগামী ট্রাক থেকে ২লাখ ৫৫হাজার পিস ইয়াবা সহ দু’জন আটক

কক্সবাজার’র উখিয়া বালুখালী কাষ্টমস চেক পোষ্ট এলাকায় হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি খালী ট্রাক সহ ২লাখ ৫৫ হাজার পিস ইয়াবা আটক করেছে। এই সময় চালক ও হেল্পার সহ দু’জন পাচারকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৩টা নাগাদ উখিয়া উপজেলাধীন বালুখালী হাইওয়ে পুলিশ টিম টেকনাফ থেকে ঢাকা গামী একটি খালী ট্রাক ব্যারিকেট দিয়ে তল্লাশী চালিয়ে যশোর সারশা থানার গোয়া বাগান পাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মিন্টু আলী (২৭) ও হেলপার একই এলাকার কালী আলী গ্রামের মৃত মশিউর রহমান’র ছেলে দেলোয়ার হোসেন (২৩) কে আটক করেছে।

এদিকে উক্ত ফাঁড়ির ইনচার্জ এস আই রাজেশ বড়ুয়া গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টিম অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ট ২০-৫১১১ নাম্বার ট্রাকের টুল বক্সে আলাদা ভাবে তৈরী (জোগান)’র ভিতর প্লাস্টিক মুড়িয়ে কায়দা করে লুকিয়ে রাখা ২৭৫ টি নীল প্যাক উদ্ধার করেছে। উক্ত প্যাকেট গুলো গননা করে আনুমানিক ১৩ কোটি টাকার ২লাখ ৫৫হাজার পিস ইয়াবা ছিল বলে সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন উক্ত কর্মকর্তা। কিন্তু ট্রাকটির মালিকের ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি। তবে এতো বিশাল ইয়াবার চালান আটকের  ঘটনায় হাইওয়ে পুলিশের বিশাল সফলতা বলে দ্বাবী করেছেন জেলা পুলিশ প্রশাসন। আটক দু’জন পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জেলা জুড়ে বিভিন্ন লোকজন ও প্রশাসনিক কর্মকর্তাদের দাবী, এই চক্রটি উত্তর বঙ্গ সহ দেশের আনাচে কানাচে ইয়াবা ও চোরাই পণ্য পাচার করে আসছিলো দীর্ঘ দিন। তবে এই প্রথম বার আইনের আওতায় এসেছে। তাই এই চক্রটিকে সনাক্ত করা এতো বেশী কষ্টকর হবেনা বলে মত দিয়েছেন তারা। অপর দিকে টেকনাফ ট্রাক ট্রান্সপোর্ট এলাকার একটি চক্র ট্রান্সপোর্ট সংশ্লিষ্ট কথিত শ্রমিক নেতা সহ মিলে কয়েকটি সিন্ডিকেট কয়েক বছর ধরে সক্রিয় রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে চিহ্নিত ইয়াবা কারবারীরা ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে। গত বছর স্থানীয় একজন যুবলীগ নেতার ছোট ভাই চিহ্নিত ইয়াবা কারবারী ২০ হাজার ইয়াবা ট্রাকে করে পাচারের জন্য এনে স্থানীয়দের ছিনতাইয়ের কবলে পড়ে। পরবর্তীতে উক্ত যুবলীগ নেতা কিছু টাকা পয়সা দিয়ে গোপনে ইয়াবগুলো উদ্ধারের ঘটনা গনমাধ্যমে প্রচার হয়েছিলো। তাই স্থানীয়দের দাবী আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মূল হোতাদের গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অত্যান্ত জরুরী।