চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৮ জুলাই কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ওয়ান হেলথ ইনস্টিটিউটের উদ্যোগে “Promoting One Health education at tertiary level through university networking inside Bangladesh” শীর্ষক কর্মশালা মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় দ্য পেনিনসুলা, চট্টগ্রামের ২য় তলার জিনিয়া হলে অনুষ্ঠিত হবে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নয়াদিল্লীস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের এগ্রিকালচারাল Mr. Mark R. Wallace, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. নীতিশ চন্দ্র দেবনাথ, ঢাকাস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষেণা ইনস্টিটিউটের পরিচালক ড. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের গবেষেণা পরিচালক প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খান। সভাপতিত্ব করবেন ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. জুনায়েদ সিদ্দিকী।

কর্মশালায় দেশের ১৫টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের প্রায় ৭০ জন শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করবেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের সম্মতিতে ‘বাংলাদেশ ওয়ান হেলথ্্ বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক’ নামে একটি সংগঠন গড়ে তোলার প্রয়াস চালানো হবে বলে উদ্যোক্তরা জানিয়েছেন।

শেয়ার করুন