গাজীপুরে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে গবাদী প্রাণীর চিকিৎসা সেবা

গাজীপুরের কালিয়াকৈরে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে গবাদী প্রাণীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) উপজেলার বেনুপুর বজলুর রহমান হাইস্কুল মাঠ প্রাঙ্গনে সেনাবাহিনী সাভার অঞ্চল-এর ব্যবস্থাপনায় এবং স্থানীয় প্রাণীসম্পদ অফিসের সহযোগীতায় দিনব্যাপি এ চিকিৎসা সেবা কর্মসূচীর আয়োজন করা হয়।

আরভিএন্ডএফ ডিপো ও মিলিটারি ফার্ম সাভার এর ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা কর্মসূচীর উদ্বোধন করেন জনাব এসএম আজিজুল করিম তুসাইনী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ আব্দুল বাকী, মেজর মুশফিক, মেজর রেজা, মেজর আসাদ, মেজর প্রনব ও স্থানীয় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী রফিক উজ্জামান প্রমুখ।

উক্ত চিকিৎসা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সাভার এরিয়ার কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং ওই স্কুলের প্রধান শিক্ষক।

জানাযায়, একদিনের এই চিকিৎসা ক্যাম্পে স্থানীয় জনসাধরনের ১৮৩২ টি গরু, ৪৯০টি ছাগল, ৩৪৫০টি হাঁস-মুরগীকে বিনামূল্যে টিকা এবং কৃমিনাশক ও অসুস্থ্য গবাদী প্রাণী ও হাঁস-মুরগীর চিকিৎসা প্রদান করা হয়। এসময় উক্ত ক্যাম্প পরিচালনায় সহযোগীতা করেন কালিয়াকৈর উপজেলা প্রানীসম্পদ অফিস।

এছাড়া স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এসিআই ফার্মাসিউটিক্যালস, ইয়ান ফার্মাসিউটিক্যালস এবং জেনট্রি ফার্মাসিউটিক্যালস সেনাবাহিনীকে উক্ত ক্যাম্প পরিচালনায় ঔষধ প্রদানের মাধ্যমে সহযোগীতা করেন।

ছাগলের খুরা, তরকা, বদনা, পিপিআর এবং মুরগীর রানীক্ষেত, হাঁসের ডাক প্লেগ ইত্যাদি রোগের টিকা প্রদান করা হয়।

এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে উক্ত বিদ্যালয়ের ছেলে মেয়েদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।

এলাকাবাসী জানান, সেনাবাহিনীর মাধ্যমে আমরা এ ধরনের একটি সেবা পেয়ে অনেক উপকৃত হয়েছি। আমরা আমাদের গবাদী প্রাণী ও হাঁস-মুরগীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছি। আমরা আশা করছি প্রতি বছরই যেন এ কর্মসূচী পালন করা হয়।