মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সিদ্দিক আহমেদ আর নেই

মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তার বয়স হয়েছিলো ৭০ বছর। গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় চট্টগ্রাম নগরীর হালিশহরের ‘আই ব্লক’স্থ নিজ বাস ভবনে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে। দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তিনি দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান সারোয়ার সুমনের শ্বশুর।

এদিকে গতকাল বাদে আছর হালিশহরের ‘আই ব্লক’স্থ জামে মসজিদে মরহুম আবু সিদ্দিক আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন, স্থানীয় কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, কাউন্সিলর এরশাদ উল্লাহসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। জানাজা শেষে তাকে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।তার মৃত্যুতে সমকাল পরিবার, রাজনীতিবিদ ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি স্বপন কুমার মল্লিক ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

শেয়ার করুন