গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহত ১৩ জনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকার মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ১৩ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ ৬০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করেছে কারখানা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর নিহতের পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেন।

এসময় মাল্টিফ্যাবস লিমিটেড কারখানার চেয়ারম্যান মহিউদ্দিন ফারুকী, বিস্ফোরণের ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রাহেনুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদ হাসান, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান, গাজীপুরে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কারখানার কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার (৩জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত এবং ৫১ জন কর্মী আহত হয়।