আনোয়ারায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

-আনোয়ারায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ। ছবি: প্রতিনিধি

“মাছচাষে গড়বো দেশ,বদলে দেব বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে আনোয়ারায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী সমাবেশের আয়োজন করে উপজেলা মৎস্য অধিদপ্তর। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলার বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো.একরাম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেন,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অরূপ কুমার বড়–য়া ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারি পরিচালক সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সাংবাদিক জাহেদুল হক.উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি দুলাল জলদাশ ও মৎস্যচাষী মৃণাল কান্তি দত্ত। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৌতম বাড়ৈসহ অন্যান্যরা।

ক্যাপশন-আনোয়ারায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ।

শেয়ার করুন