সলিমপুরে পাহাড় ধস : আহত ৪
চট্টগ্রামে এক পরিবারের ৫জন নিহত

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে নিহত ফাতেমার লাশ প্রতিবেশীদের কাধে। -ছবি : এম.এ হান্নান কাজল

চট্টগ্রাম : সীতাকন্ডেের জঙ্গল সলিমপুরের লটকনশাহ মাজার এলাকায় পাহাড় ধসে একই পরিবারের ৫জন মারা গেছে। আহত হয়েছে আরো ৪জন। স্থানীয় বিট পুলিশ ও প্রতিবেশীদের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাত তিনটার দিকে পাহাড় ধসে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

সীতাকুন্ড থানার অফিসার্স ইনচার্জ ইফতেখারুল ইসলাম, পুলিশ সুপার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফাতেমা বেগম (৩৫) ও তার ১০ বছরের ছেলে মো. ইউনুস এবং নোয়াখালী থেকে বেড়াতে আসা ফাতেমার ননদ রাবেয়া বেগম (২৫) ও তার দুই শিশু সন্তান সামিয়া (৮) এবং লামিয়া (৩) পাহাড়ের মাটি চাপায় ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের মধ্যে ফাতেমা বেগম বায়েজিদ বোস্তামী এলাকায় শিরিনা গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় কাজ করতো।

সলিমপুর ওয়ার্ড মেম্বার গোলাম গফুর সাংবাদিকদের বলেন-‘ভারি বৃষ্টিপাত এবং পাহাড় ধসের কথা জানিয়ে এলাকায় মাইকিং করেছি। ব্যাপক প্রস্তুতি ছিল। স্কুল ভবন খোলা ছিল যাতে-ঝুঁকিপূর্ণ বসতির মানুষ আশ্রয় নিতে পারে। কিন্তু কেউ আমাদের ডাকে সাড়া দেয়নি।’ রূঢ় বাস্তবতা হলো-শতভাগ ঝুঁকি সত্ত্বেও নিজের বসতভিটা ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চায়নি-বললেন ওই জনপ্রতিনিধি।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে বিধ্বস্ত বসতঘর। -ছবি : নয়াবাংলা

প্রতিবেশী ইমরান বলেন-‘তখন রাত প্রায় তিনটা। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি ওরা পাহাড়ের মাটির নিচে চাপা পরে আছে। সেখান থেকে ফাতেমার দুই শিশু সন্তান জান্নাত ও সালমাকে জীবিত উদ্ধার করি। আর কাউকে বাঁচাতে পারিনি। তারা ঘটনাস্থলেই মারা গেছে।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, বছর তিনেক আগে ছিন্নমূল বস্তির নেতা হাবিব এর কাছ থেকে স্বল্প দামে প্লট ক্রয় করে স্থানীয় বিট থেকে পাঁচশ টাকায় পাহাড় কাটার ‘টোকেন’ সংগ্রহের পর পাহাড় কেটে বসত ঘর নির্মাণ করেন ফাতেমা ও তার স্বামী রফিকুল ইসলাম। সেই থেকে দুই মেয়ে আর এক ছেলে নিয়ে পাহাড় চূড়ায় বসত করেন তারা। শুধু ফাতেমা-রফিকুল দম্পতিই নন, একই পদ্ধতিতে প্লট ক্রয় করে প্রশাসনের নাকের ডগায় পাহাড় কেটে বিনাশ করে হাজারো প্লটে বসতি গড়ে উঠেছে ছিন্নমূল বস্তিজুড়ে। প্লটে প্লটে রয়েছে কথিত সংগঠনের দেয়া বিদ্যুৎ সংযোগ। স্বল্পমূলে প্লট আর বিনাশর্তে বিদ্যুৎ সংযোগের কারণে পাহাড়জুড়ে বসতি গড়ে উঠার মহোৎসব চলছে।

শেয়ার করুন