২৩ জুলাই জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস ঘোষণার দাবী
১৫ লাখ মানুষের বিপরীতে ১জন সাইকিয়াট্রিস

জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস-এর দাবীতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন্ন সংগঠনের আহবায়ক শরীফ চৌহান। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : দেশের ১৬.১% ভাগ মানুষ ভুগছে কোনো না কোনো মানসিক সমস্যায়। বিপরীতে মনোরোগ চিকিৎসক ও তার সহযোগী পেশাজীবীদের সংখ্যা অত্যন্ত নগণ্য। প্রায় ২ লাখ মানুষের জন্য মাত্র ১ জন মানসিক স্বাস্থ্যকর্মী। আর প্রায় ১৫ লাখ মানুষের জন্য গড়ে সাইকিয়াট্রিস্ট রয়েছে মাত্র ১ জনেরও কম। সাইকোলজিস্টসহ অন্যদের সংখ্যাও অত্যন্ত অপ্রতুল।

মানসিক স্বাস্থ্যের বর্তমান অবস্থা বিবেচনায় ‘২৩ জুলাই’ জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস ঘোষণার দাবী জানিয়েছে মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় একটি অধিপরামর্শমূলক সংস্থা মেন্টাল হেলথ অ্যাডভোকেসি এসোসিয়েশন (MHAA/মা)।

শনিবার (২২ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়।

মানসিক স্বাস্থ্য অধিকার ও সচেতনতা বিষয়ে কর্মরত দেশের প্রথম উন্নয়ন সংগঠন ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাক্শন (উৎস)-এর ও ডিয়াকোনিয়া বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে দাবির স্বপক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সমন্বয়কারী রীপা পালিত।

সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপনের পর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের আহ্বায়ক শরীফ চৌহান, সদস্য সচিব মোস্তফা কামাল যাত্রা, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মোজাহেরুল আলম।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে দুটি প্রধান কারণে বিষয়টি বিশেষ গুরুত্বের দাবি রাখে-প্রথমত এদেশে ১৬.১% ভাগ মানুষ ভুগছে কোনো না কোনো মানসিক সমস্যায়, বিপরীতে মনোরোগ চিকিৎসক ও তার সহযোগী পেশাজীবীদের সংখ্যা অত্যন্ত নগণ্য। বাংলাদেশে প্রতি ১ লাখে ০.৪৯ জন করে (অর্থাৎ প্রায় ২ লাখ মানুষের জন্য মাত্র ১ জন করে) রয়েছে মানসিক স্বাস্থ্যকর্মী। মানসিক স্বাস্থ্যকর্মী বলতে বোঝানো হচ্ছে বিশেষজ্ঞ সাইকিয়াট্রিস্ট, মনোচিকিৎসায় প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, নার্স, সাইকিয়াট্রিক স্যোশাল ওয়ার্কার, অকুপেশনাল এন্ড অলটারনেটিভ থেরাপিস্টসহ অন্যরা। আবার প্রতি ১ লাখ জনগোষ্ঠির জন্য সাইকিয়াট্রিস্ট রয়েছে মাত্র ০.০৭৩ জন অর্থাৎ প্রায় ১৫ লাখ মানুষের জন্য গড়ে ১ জনেরও কম। সাইকোলজিস্টসহ অন্যদের সংখ্যাও অত্যন্ত অপ্রতুল।

সারাদেশে বিশেষায়িত হাসপাতালগুলোতে যতগুলো সাইকিয়াট্রিক শয্যা রয়েছে, দেখা যাচ্ছে প্রতি ১ লাখ মানুষের জন্য আছে ০.৫৮টি করে শয্যা। দ্বিতীয়ত, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অবকাঠামো অত্যন্ত মজবুত সাংগঠনিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, এদেশের মাঠ পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার মান তৃতীয় বিশ্বের যেকোনো রাষ্ট্রের জন্য ঈর্ষণীয়। তাই মানসিক সমস্যায় আক্রান্ত এক বিশাল অংশের (১৬.১%) সুচিকিৎসা নিশ্চিত করতে এই অবকাঠামোকে ব্যবহার করতে হবে। বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের বর্তমান অবস্থা বিবেচনা করলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের দাবী রাখে।

প্রয়াত মোহসিন সিদ্দিক ওরফে লুলু কুষ্টিয়ার কুমারখালীতে মানসিক সমস্যাগ্রস্থদের সংগঠিত করে মৃত্যুর পূর্ব পর্যন্ত “মানসিক সমস্যাগ্রস্থ ব্যক্তিদের জাতীয় সম্মেলন” আয়োজন করে মনোসামাজিক প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার ও স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় রেখেছিলেন যুগান্তকারী ভূমিকা। তাঁর সেই অবদানকে স্মরণীয় করে রাখতে উৎস (UTSA), বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট, থিয়েটার থেরাপি সেন্টার অব দি ডিসএ্যাবল্ড, এলায়েন্স অব দি আরবান ডিপিও’স ইন চিটাগাং, মেন্টাল হেলথ এডভোকেসি এসোসিয়েশনসহ মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মরত অপরাপর কর্মরত সংগঠনসমূহ ২০০৭সাল থেকে সরকারের কাছে লিখিত আবেদন জানিয়ে আসছে।

মানসিক স্বাস্থ্য খাতে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে দক্ষ জনবল সৃষ্টিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা, নীতিনির্ধারনী পর্যায়ে এই নিয়ে ভাবনা চিন্তা এবং আর্থিক বরাদ্দ বিষয়ে আলোচনার সুযোগ সৃষ্টিতে একটি “জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস” থাকা জরুরি । ঘোষিত সেই দিবসকে কেন্দ্র করে নীতিনির্ধারক মহল মানসিক স্বাস্থ্য ইস্যুতে নানান প্রসংগ যখন আলোচনা করবেন, দিবসকে কেন্দ্র করে মানসিক ইস্যুতে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হবে, মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের গুরুত্ব ও প্রয়োজন সম্পর্কে তখন জনসচেতনতা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্র প্রস্তুত হবে, যাকে ঘিরে মানসিক স্বাস্থ্যখাত নিয়ে নানান দৃষ্টিভঙ্গিতে গবেষণা হবে, এতে করে মানসিক স্বাস্থ্য প্রসংগটি ব্যাপক পরিচিতি লাভ করবে বলে আমরা বিশ্বাস করি।

দেশে অনেক জাতীয় দিবস আছে, যা যথাযোগ্যভাবে করে পালন করা হয়। কিন্তু জনগুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য বিষয়ক কোন জাতীয় দিবস নেই, নেই কোন পরিকল্পনা ও নীতিমালা, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাব্যঞ্জক। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানসিক স্বাস্থ্য ইস্যুটি গুরুত্বসহকারে উপলব্ধি ও বাস্তবতার নিরিখে একটি গণমুখী ও সহায়ক নীতিমালা প্রণয়নের সুযোগ ও ক্ষেত্র প্রস্তুত করতে অনতিবিলম্বে সরকারিভাবে একটি জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস ঘোষণা করা সময়ের দাবি।

শেয়ার করুন