বান্দরবানে রেড ক্রিসেন্টের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বীর বাহাদুর এমপি
যে ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তনে সচেতন নয়, তাকে সাহায্য দিয়ে লাভ নেই

বান্দরবানে রেড ক্রিসেন্টের উদ্যোগে ঘুর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। ছবি : প্রতিনিধি

ঘুর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্ত বান্দরবান পৌর সভায় ৮৯ পরিবার ও সুয়ালক ইউনিয়নে ১১ পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নগদ টাকা ঘর মেরামতের প্রয়োজনীয় সরঞ্জামের একটি করে সেল্টার টুল বক্স দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে রেড ক্রিসেন্টের এসব সামগ্রী ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময় অন্যান্যের মাঝে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ তানভির আজম ছিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, রেড ক্রিসেন্টের সহকারী পরিচালক এম এ করিম, বান্দরবান জেলা ইউনিটের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সেক্রেটারী এ কে এম জাহাঙ্গীর, যুব রেড ক্রিসেন্টের সভাপতি নাজমুল হোসেন বাবলুসহ এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছা সেবকরা উপস্থিত ছিলেন।

বান্দরবানে রেড ক্রিসেন্টের উদ্যোগে ঘুর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও সামগ্রী বিতরণ করছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। -ছবি : প্রতিনিধি

প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, ঘরে ঘরে গিয়ে সাহায্য দেওয়ার পরও যারা ঘর মেরামত করে না তাদের আর কোন সাহায্য দেওয়া হবে না। যে ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য সচেতন নয় তাকে সাহায্য দিয়ে কোন লাভ নেই। যারা একবার সাহায্য পেয়েছে তারা যেন ২য় বার সাহায্য না নিতে পারে সেজন্য জনপ্রতিনিধিদের সর্তক থাকার পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, ঘুর্ণিঝড় মোরায় বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়। বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট গত ১ মাস ধরে বিভিন্ন উপজেলায় নগদ অর্থসহ নানা ধরনের সহায়তা দিয়ে আসছে। তারই অংশ হিসেবে আজ বান্দরবান পৌরসভা ও সুয়ালক ইউনিয়নে ১০০ পরিবারকে সহায়তা দেয়া হয়। এতে প্রতি পরিবারকে ঘর মেরামত বাবদ নগদ ৪ হাজার টাকা এবং ঘর মেরামতের উপকরণে হিসেবে হাতুড়ী, করাত, প্যারাগসহ বিভিন্ন সরঞ্জাম সম্বলিত একটি করে সেল্টার টুল বক্স দেয়া হয়।