শিকারপুরে ২টি আশ্রয় কেন্দ্রে কয়েকশ পরিবার
হাটহাজারীর নিম্নাঞ্চল প্লাবিত : দুর্ভোগে বন্যাপীড়িত মানুষ

সারা দেশের ন্যায়ে হাটহাজারীতেও কয়েক দিনে টানা বৃষ্টি এবং পাহাড়ী ঢলের পানিতে ঢুবে গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম অঞ্চল। রাস্তা ঘাট ডুবে যোগাযোগ ব্যবস্থা একেবারে নাজুক হয়ে পড়েছে। পানিতে ভাসছে হাজার হাজার মানুষ। শিকারপুর ইউনিয়নের বাতুয়া গ্রাম ও তার আসে পাশে এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এইসব এলাকার লোকজন শিকারপুর ইউনিয়ন পরিষদ ও স্থানীয় একটি বাড়িতেসহ মোট ৪০ পরিবার আশ্রয় নিয়েছে। উপজেলার প্রশাসন ও শিকার পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে এসব পরিবারদেরকে খাদ্যসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হচ্ছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার উন নেছা শিউলি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিয়াজ মোরশেদ বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করছে। এলাকায় শতকরা ৮০ ভাগ পরিবারের রান্না বান্না ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। অনেক পরিবারে চুলা ঘর পানি নিচে তলিয়ে গেছে। স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বন্ধ হয়ে গেছে। তলিয়ে গেছে শত শত একর আউশ রূপা ফসল। পাশাপাশি বহু পুকুর ডুবে মাছ বের হয়ে এসেছে রাস্তা ও জমিতে। বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের উপর দিয়ে বয়ে যাচ্ছে বন্যার পানির স্রোত।

গত কয়েকদিনের বিরতিহীন বৃষ্টির কারণে হাটহাজারীর পশ্চিমের পাহাড়গুলো ধসে প্রাণহানির আশঙ্কা রয়েছে। উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়ার ত্রিপুরা পাড়া ও সবুজ কলোনী পাহাড় ধসে ৭ টি ঘর ভেঙ্গে পরে। শত শত পরিবার পাহাড়ে বসবাস করছে জীবনের ঝুঁকি নিয়ে।

উপজেলার ধলই, মির্জাপুর, গুমানমর্দ্দন, লাঙ্গলমোড়া, ছিপাতলী, উত্তর মাদার্শা, দক্ষিণ মাদার্শা মেখল গড়দুয়ারা সহ বিভিন্ন গ্রাম অঞ্চলের বাড়ি ঘরে এখনো হাটু পানিতে ডুবে আছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এইসব পরিবারগুলোর দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যাপক হারে। একদিকে ঘরে পানি অপর দিকে কোমার পরিমান পানিতে ডুবে আছে বাড়ির উঠান। যেখানে গাড়ি চলাচল করার কথা সেখানে এখন নৌকা নিয়ে চলাচল করতে হচ্ছে। বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের কারণে ও হালদানদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বিভিন্ন এলাকার ছোট ছোট বাজারগুলোতে বাজার বসতে পারছে না। পৌরসভার মোহামামদ পুর গ্রাম, মেহেদী পাড়া এমনকি কামাল পাড়া সহ কয়েকটি গ্রাম বর্তমানে বন্যার পানিতে ভাসছে।

পাহাড়তলী সন্দ্বীপ কলোনী এলাকায় নির্বিচারে প্রতিদিন পাহাড় কাটার কারণে পাহাড় ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টিপাতের মাত্রা বেশী হওয়ার কারণে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন বর্তমানে পানিতে ডুবে আছে। স›দ্বীপ কলোনীর জনগোষ্ঠীদেরকে সরে যাওয়ার জন্য গত কয়েকদিন আগে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উন নেছা শিউলী তিনি নিজে উপস্থিত হয়ে পাহাড়ে বসবাসরত লোকজনদেরকে সরে যেতে নির্দেশ দিয়েছেন। এরপরও পাহাড়ে বসবাসরত লোকজন সরতে নারাজ। বন্যার কারণে কয়েকটি গ্রামের ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান অঘোষিত বন্ধ রাখা হয়েছে।

উপজেলার লাঙ্গলমোড়া, গুমানমর্দ্দন, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা, মোহাম্মদপুর, ফটিকা, উত্তর মাদার্শা, চিকনদন্ডী, দক্ষিণ মাদার্শা সহ প্রভৃতি এলাকায় সরোজমিনে পরিদর্শন করে দেখা গেছে লক্ষাধীক মানুষ পানি বন্দী হয়ে আছে। বাড়ি ঘরের চারদিকে সাগরের পানির মত থৈ থৈ করছে বন্যার পানি। এইসব এলকায় রাস্তাঘাটে ও বাড়ি ঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধ কোটি টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।