প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ : নির্যাতনে গর্ভপাতের অভিযোগে মামলা
পটিয়া এমপির অনুসারি দুই অভিযুক্ত ধরাছোয়ার বাইরে

অভিযুক্ত জিয়া উদ্দিন বাবু ও সাইফুল ইসলাম। -ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : একটু একটু করে জমে উঠেছিল জিয়া-সুমির প্রেম। পরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ। ঘটনা জানাজানি হলে এলাকাবাসির চাপে পরে বিয়ে। পরবর্তীতে স্ত্রীকে তালাক। এরপর নির্মম নির্যাতনে গর্ভপাত। অতপর পটিয়া স্বাস্থ্য কপ্লেক্স হয়ে চমেক হাসপাতালে ঠাঁই হলো অসহায় দরিদ্র সুমির। ভুক্তভোগী সুমি অবশেষে আদালতে মামলা ঠুকে দিয়েছেন প্রতারক প্রেমিক ও তার এক সহযোগীর বিরুদ্ধে। আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থাককে নির্দেশ দিয়েছেন। সুমির দাবী-আসামীরা এমপি সামশুর রহমানের অনুসারী হওয়ায় থানা পুলিশ তাদের গ্রেফতার করছে না।

গত ১০ জুলাই (সোমবার) বিকেলে চট্টগ্রমের পটিয়া উপজেলা ভূমি অফিসের রেকটরুমে সুমিকে নির্যাতনের এক পর্যায়ে অসুস্থ হয়ে পরলে আদালতের স্মরণাপন্ন হন ভুক্তভোগী সুমি।

চিকিৎসাধীন সুমি আক্তার। -ছবি নয়াবাংলা

মামলা সূত্রে জানা যায়, পটিয়া এমপি সামশুল হকের অনুসারি কথিত যুবলীগ নেতা নাছিরের ছোট ভাই জিয়া উদ্দিন বাবুর অমানবিক নির্যাতনে সুমি নামে নারী সন্তান গর্ভপাত হওয়ার ঘটনা ঘটিয়েছেন। অমানবিক নির্যাতনের পর ওই নারীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা সংকটাপন্ন দেখে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়।

এই ঘটনায় নির্যাতিতা সুমি (বৃহস্পতিবার) চট্টগ্রামের পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মহিদুল ইসলাম এর আদালতে ভ্রুণ হত্যার অভিযোগে জিয়া উদ্দিন বাবু ও সাইফুল ইসলামের বিরুদ্ধে দন্ড বিধি ৩২৩, ৩২৫, ৩০৭, ৩১২, ৩১৩, ৩১৬, ৫০৬, ৩৪ ধারায় অভিযোগ দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে অফিসার ইনচার্জ পটিয়াকে এফআইআর হিসেবে গণ্য করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।

পটিয়া ভূমি অফিস সুত্রে জানা যায়, পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড এর কতিথ ব্যক্তিগত সহকারী জিয়াউদ্দিন বাবুর সাথে সুমি আক্তার(২০) ঐ মহিলার সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি শুরু থেকেই পটিয়া ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী সবাই অবগত। জিয়া উদ্দীন বাবলু সুমি আকতারকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে সুমি আক্তারের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে। চলতি বছরের জানুয়ারীতে ভূমি অফিস সংলগ্ন এসি ল্যান্ডের বাস ভবনে মহিলাটিকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদের হাতে নাতে ধরেন। বিষয়টি স্থানীয় এমপি শামশুল হক চৌধুরী অবগত হলে এসি ল্যান্ডের পিএস জিয়া উদ্দীন বাবুর সাথে প্রেমিকা সুমি আকতারের বিয়ে দেয়ার নির্দেশ দেন। কিন্তু এমপি সামশুল হককে মূল বিষয়টি আড়াল করে ধুর্ত জিয়া জানায় সুমিকে বিয়ে করেছেন। পরে সুমি অন্তসত্তা হলে তাকে তালাক দেওয়া হয়েছে বলে অপপ্রচার চালায় জিয়ার পরিবার। সুমি আকতার গরীব অসহায় পরিবারের মেয়ে হওয়ায় জিয়া উদ্দীন বাবু পুরো বিষয়টি অস্বীকার করে। সুমি ৪ মাসের অন্তঃসত্তা হয়ে পড়ে।

গত ১০ জুলাই সোমবার দুপুরে পটিয়া ভূমি অফিসের এসি ল্যান্ডের পিএস জিয়াউদ্দীন বাবুকে সুমি আকতার স্ত্রী হিসেবে ঘরে তুলে নিতে অনুরোধ করলে জিয়া উদ্দীন বাবলু ক্ষিপ্ত হয়ে সুমি আকতার রেকড রুমে নিয়ে তল পেট দিয়ে কিল, ঘুষি, লাটি মারতে মারতে সুমি আকতার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। প্রথমে পটিয়া উপজেলা স্বাস্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা বেগততিক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় পেটের সন্তান মারা যায় মরা সন্তান গর্ভপাত করানো হয়েছে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন।

বিয়ের প্রলোভনে নিয়মিত ধর্ষণের ঘটনায় চট্টগ্রাম নারীশিশু ট্রাইবুনালে আদালতে সুমি আকতার বাদী হয়ে জিয়া উদ্দীনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলাও দায়ের করেছে। মামলা তুলে নেয়ার জন্য জিয়াউদ্দীনের বড় ভাই উপজেলা যুবলীগ নেতা নাসির উদ্দীনসহ বিভিন্ন সময় সুমি আকতারকে চাপ সৃষ্টি করেন। মামলা করে কোন পথ দিয়ে হাটেন ও কিভাবে পটিয়ায় থাকেন দেখে নিবেন বলেও বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল জিয়ার বড় ভাই নাসির উদ্দীনসহ কয়েকজন।

ভূমি অফিস সূত্র জানায়, ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ভাত রান্না করার জন্য গত ২০১২ সালের দিকে অস্থায়ী ভিত্তিতে সামান্য বেতনে নিয়োগ পান পটিয়া উপজেলার খরনা কইশ্যা পাড়া এলাকার আবদুল খালেকের পুত্র জিয়াউদ্দীন বাবলু। ওই সূত্রে জিয়া উদ্দীন একটি জালিয়তি চক্র গড়ে তুলে। কিছুদিন ভূমি অফিসের স্টাফদের ভাত রান্না করার পর ভূমি এসি ল্যান্ডের কার্যালয়ে কাজ শুরু করেন জিয়া। ধীরে ধীরে বনে যান সহকারী কমিশনার ভুমির তথাকথিত ব্যক্তিগত সহকারী। জড়িয়ে পড়েন ব্যাপক অনিয়ম দূর্ণীতিতে। এসিল্যান্ডের অফিসের চাবিও তার হাতে থাকে। ওই সুবাধে বিভিন্ন সময় টাকার বিনিময়ে ফাইল গায়েব, প্রতিপক্ষের সাথে মোটা অংকের টাকার বিনিময়ে এক তরফা রায় নিয়ে দেয়া, এসি ল্যান্ডের স্বাক্ষর জাল করে ভূয়া নামজারী খতিয়ান সৃষ্টি করে দেয়া, নামজারী খতিয়ান বাতিল করাসহ বিভিন্ন অনিয়ম দুর্ণতির অভিযোগ রয়েছে জিয়ার বিরুদ্ধে।

মামলা সূত্রে জানা যায়, চট্টগ্রাম পটিয়া থানার উত্তর খরনা গ্রামের জাফর আহমদ মাষ্টারের বাড়ির আব্দুল খালেকের ছোট ছেলে পটিয়া ভূমি অফিসে অস্থায়ি ভাবে কর্মরত জিয়া উদ্দিন বাবুর সাথে গত ৩রা জানুয়ারি ইসলামী শরীয়তের বিধানমতে রেজিষ্ট্রীযুক্ত কাবিননামা সম্পাদনে বিবাহ হয়। এমতাবস্থায় সুমির ওরসে জন্ম নেয় জিয়া উদ্দিনের শিশুর অস্তিত্ব।

বিবাহের পাঁচ মাস পর জিয়ার বড় ভাই সাইফুল ইসলাম সুমিকে আনুষ্ঠানিক ভাবে ঘরে তুলে নেওয়ার আশ্বস্থ করেন।

সুমির স্বামী জিয়া তাদের ওরশজাত সন্তানের কথা তা জানতে পেরে সুমিকে গর্ভপাত করানোর চেষ্টা চালায়। সুমি তার সস্তানের গর্ভপাত না করার কৌশলে সুমিকে তালাক দেয় তার পাষান্ড স্বামী জিয়া। ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে গত ১০জুলাই জিয়া কৌশলে জরুরী কথা আছে বলে সুমিকে পটিয়া উপজেলা ভূমি অফিসের রেকড রুমে ডেকে এনে জিয়াউদ্দিন স্ত্রী সুমি আক্তারকে পেটে উপর্যুপরি লাতি মেরে জখম করে। এবং এসময় জিয়া চিৎকার করে বলে বাচ্চা কেন নষ্ট করিস নাই তোকে এখানে মেরে ফেলবো।

এতে ক্ষান্ত না হয়ে পাষান্ড স্বামী জিয়া সুমিকে হত্যার চেষ্টায় গলা চেপে ধরে। তখন সুমির চিৎকারে উক্ত ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারিগণ এগিয়ে আসলে জিয়া পালিয়ে যায়। এক পর্যায়ে সুমি মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এসময় সুমিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনিত হলে কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৪জুলাই সুমি গর্ভজাত সন্তান মৃত অবস্থায় প্রসব হয়।

শেয়ার করুন