সম্প্রযুগ কর্মকর্তাদের সাথে উপসচিব আনোয়ার পাশার মতবিনিময়

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আনোয়ার পাশার সাথে সম্প্রযুগের কর্মকর্তাদের মতবিনিময়। -ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : ফটিকছড়ির ঐতিহ্যবাহী সংগঠন সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগারের কর্মকর্তাদের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল­ী উন্নয়ন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আনোয়ার পাশার মতবিনিময় সভা সংগঠনের সভাপতি শহিদুল আলম শাহেদের সভাপতিত্বে ও সম্পাদক লোকমান হাকিম বাদশার সঞ্চালনায় আজাদী বাজারস্থ সম্প্রযুগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন দাতা সদস্য শফিউল আজম চৌধুরী, সাবেক সভাপতি শহিদুল ইসলাম শাহাদাৎ, মেজবাহ উদ্দীন আহমেদ সুজন, লায়ন আবদুস ছালাম পিপুল, রাশেদ সরওয়ার চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী রায়হান মাহামুদ, পরিষদের সহ সভাপতি এস এম বশির, সহ-সভাপতি ডা. দিদারুল আলম, সহ সাধারণ সম্পাদক-মোঃ শাহাবুদ্দীন রকি, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ আইয়ুব আলী, সহ সাংগঠনিক সম্পাদক-মোঃ আমান উল­াহ, অর্থ সম্পাদক-মুহাম্মদ এনামুল হক মিন্টু, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-মোঃ বাবর উদ্দিন, সহ শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মহসীন কায়েস, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ ওসমান গণি, পাঠাগার সম্পাদক মো: শাহজাহান, সহ পাঠাগার সম্পাদক-মো: রবিউল হোসেন সাগর, ক্রীড়া সম্পাদক- প্রিতম ধর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক – মাষ্টার মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক- সামশুল আলম, সহ-দপ্তর সম্পাদক-অঞ্জন কুমার শীল, মারুফ হাসান, আশরাফুল ইমতিয়াজ, শাহাদাৎ হোসাইন, আরিফুল ইসলাম প্রমুখ।

সভায় উপসচিব মুহাম্মদ আনোয়ার পাশা সংগঠনের কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে সমপ্রযুগ প্রাথমিক মেধা বৃত্তি প্রদান আজীবন চালু রাখা, স্কুল বির্তক প্রতিযোগিতা, স্কুলে বই পড়া প্রকল্প (১ টাকায় জীবনের আলো নামের) চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জঙ্গী-মাদক ও বাল্য বিবাহ এবং যৌতুকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান। পরে তিনি সম্প্রযুগ পাঠাগারের কার্যালয় পরিদর্শন করেন।

শেয়ার করুন