দখল মুক্ত ফুটপাত ও যানজট নিরসনের দাবী
চট্টগ্রাম সচেতন নাগরিক ফোরামের পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি

এডিশনাল পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম এর মধ্যমে পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করছেন চট্টগ্রাম সচেতন নাগরিক ফোরাম। -ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : চট্টগ্রাম : মহানগরীর দখল মুক্ত ফুটপাত ও যানজট নিরসনের দাবীতে সিএমপি’র এডিশনাল পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড ইনভেষ্টিগেশন) সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম এর মধ্যমে পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম সচেতন নাগরিক ফোরাম।

ফোরামের সভাপতি শেখ নজরুল ইসলাম মাহমুদের নেতৃত্বে চট্টগ্রাম সচেতন নাগরিক ফোরাম এর নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, মহানগরীর প্রধান প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগি করা জন-দাবী। ভাবনা বিষয় হলো-সম্প্রতি চট্টগ্রাম শহরে বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে যায়। মানুষ ফুটপাত খুঁজে পায়নি, হাঁটতে পারেননি। পানির মধ্যে মহিলা ও শিশুরা চলাচল করতে গিয়ে ঢাকনা বিহীন ম্যানহোলে পড়ে আহত হয়েছেন অনেকে। এক মহিলা বহাদ্দরহাটে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলে আহত হয়েছেন গুরুতর।

এছাড়া মোড়ে মোড়ে গাড়ী থামিয়ে যাত্রী উঠানামা না করার জন্য ড্রাইভার হেলপার ও জনগনকে সচেতন করার দাবী জানানো হয়। এ ব্যাপারে পুলিশ, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, সিডিএ, সড়ক ও জনপথ বিভাগকে একযোগে উদ্যোগ নেয়ার দাবী জানানো হয়। ড্রাইভার হেলপার মালিক শ্রমিক কেউ জনগণের বাইরে নয়। জনগণের জন্য প্রসাশন ও সরকার। জনগণের জন্য প্রশাসনকে এগিয়ে আসতে হবে। তানাহলে জনগণের ভোগান্তি দূর হবে না।

শেয়ার করুন